East Bengal: ইস্টবেঙ্গল কর্তাদের পদত্যাগ চাইছেন সমর্থকরা, নীতু বলছেন, 'আমারও কান্না পায়...'

এএফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ঘরের মাঠে আর্কাদাগের কাছে ০-১ গোলে হারের পর, বিস্ফোরক দেবব্রত সরকার। ক্ষোভ দেখিয়েছেন সাধারণ সমর্থকরা। শীর্ষকর্তার পদত্যাগের দাবি উঠেছে। 

Advertisement
ইস্টবেঙ্গল কর্তাদের পদত্যাগ চাইছেন সমর্থকরা, নীতু বলছেন, 'আমারও কান্না পায়...'ইস্টবেঙ্গল

এএফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ঘরের মাঠে আর্কাদাগের কাছে ০-১ গোলে হারের পর, বিস্ফোরক দেবব্রত সরকার। ক্ষোভ দেখিয়েছেন সাধারণ সমর্থকরা। শীর্ষকর্তার পদত্যাগের দাবি উঠেছে। 

বুধবার রাতে ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাদের পদত্যাগের দাবিতে সরব হন সমর্থকরা। আক্রমণ করা হয় ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে। সমর্থকদের আগুনে মেজাজ দেখে, তাঁদের শান্ত করার চেষ্টা করেছিলেন, ইস্টবেঙ্গল ম্যাচ দেখতে আসা জনপ্রিয় গায়ক মনোময় ভট্টাচার্য। কিন্তু তাতে কোনও ফল হয়নি। বরং ক্ষোভের আগুন আরও জোরালো হয়েছে। 

দেবব্রত সরকার হতাশ গলায় বলেন, ‘সমর্থকদের মধ্যে তো আমিও পড়ি। আমিও সমর্থক। আমারও কান্না পাচ্ছে। কী করা যাবে? দিমি গত বারের সর্বোচ্চ স্কোরার। তাঁকে নেওয়ার জন্য সমর্থকরা পাগল হয়ে গিয়েছিল। আমরা নিয়েছি। সে যদি ক্লিক না করে, পারফর্ম না করে, আমি কী করতে পারি? দল আমরা করি না। কোচ করে। কোচ যা টিম করবে, সেটা নিয়েই চলতে হবে। সমর্থকদের কষ্ট হবেই। আমরা সবাই কষ্ট পাচ্ছি। যত তাড়াতাড়ি কষ্টের দিন অতিক্রম করা যায় তার চেষ্টা কোম্পানিও করছে, আমরাও করছি।’

এদিন বেশিরভাগ সময় পায়ে বল রাখলেও, গোলের দরজা খোলার জন্য যে ভেদশক্তির দরকার হয় তা দেখা যায়নি ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। ফল যা হওয়ার তাই হয়েছে। ম্যাচের ১০ মিনিটে লাল-হলুদ ডিফেন্সে হানা দিয়ে গোল তুলে নিয়েছে আর্কাদাগ। বাকি সময়টা ডিফেন্স করেই মেসি বাউলিদের হতোদ্যম করে দিয়েছে। অ্যাওয়ে ম্যাচ বলেই নিজেদের কিছুটা গুটিয়ে রেখেছিল আর্কাদাগ। আর তারা সে কাজে যে সফল তা বলে দিচ্ছে স্কোর লাইনটাই। 

এখন যা পরিস্থিতি তাতে অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলকে অন্তত দুই গোলের ব্যবধানে জিততেই হবে। যেটা খুবই কঠিন বিষয়। অন্তত এদিন ইস্টবেঙ্গল যেরকম খেলেছে, সেটা দেখার পর আশা ছেড়ে দেওয়াই হয়তো ভালো। তবে হাল ছাড়ছেন না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তিনি বলেন, ‘আমাদের আশা এখনও শেষ হয়ে যায়নি। সম্ভাবনা রয়েছে। তবে ওখানে শুরুতেই গোল তুলে নিতে হবে। সেটা না করতে পারলে হবে না।’

Advertisement

 

POST A COMMENT
Advertisement