ইস্টবেঙ্গলশনিবার কল্যাণী স্টেডিয়ামে ইন্ডিয়ান ওমেন্স লিগের ম্যাচে গাড়োয়াল এফসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল মহিলা দল। প্রথম ম্যাচে ক্লান্তিকে উপেক্ষা করে সেতু এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছিল অ্যাসনি অ্যান্ড্রঙ্গের দল। এবার দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছেন ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ।
সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর পর্যাপ্ত বিশ্রাম ছাড়াই আইডব্লুএল খেলতে মাঠে নেমে পড়েছেন সুলঞ্জনা ব্রাউল, সুস্মিতা লেপচারা। দলের ক্লান্তি আর ফিটনেস নিয়ে বেজায় চিন্তিত অ্যামনি অ্যান্ড্রস। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে তিনি বলেন, 'আমি জানি যে কোনও প্রতিযোগিতাই কঠিন। ঘরের মাঠে খেলার একটা আলাদা চাপ থাকে। তবে ফুটবলারদের রিকভারির পর্যাপ্ত সময় দিতে পরলে ভাল লাগত।'
কীভাবে দেখবেন ইস্টবেঙ্গলের মেয়েদের ম্যাচ?
দুপুর আড়াইটের সময় শুরু হবে ইস্টবেঙ্গলের মেয়েদের ম্যাচ। ফ্রিতেই দেখতে পাবেন এই খেলা। ইন্ডিয়ান ফুটবল টিমের ইউটিউব পেজে লাইভ দেখা যাবে এই খেলা।
সম্প্রতি ফেডারেশনের কাছে ইস্টবেঙ্গল মহিলা দলের ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন, ক্লাবের শীর্য কর্তা দেবব্রত সরকার। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এই প্রসঙ্গে অ্যান্তনি বলেন, 'ক্লাবের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাদের সমস্যাটা বুঝাতে পারছে। কিন্তু অজুহাত দেওয়ার কিছু নেই। আমাদের নিজেদের কাজটা করে যেতে হবে। গাড়োয়াল একটি অত্যন্ত শক্তিশালী দল।'
মাঠে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস। তিনি বলেন, 'গাড়োয়াল এফসি খুব ভাল দল। ওরা সঙ্ঘবদ্ধভাবে মাঠে লড়াই করে। আমি ওদের ম্যাচ দেখেছি। সেই অনুযায়ী পরিকল্পনা করেছি। আশা করছি ঘরের মাঠে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিতে নিতে পারব।' প্রথম ম্যাচে জয়ের পর অনেকটাই আবাবিশ্বাসী ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড গাড়োয়াল এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার অষ্টম ওড়াও বললেন, 'আমাদের কাজ কোসের কথা মত পারফর্ম করা। অনুশীলন হোক বা ম্যাচ, নিজেদের সেরাটা দিতে চাই।'