East Bengal: সুপার কাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল, কবে, কাদের বিরুদ্ধে?

সুপার কাপের জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। লক্ষ্য অন্তত একটা কাপ ধরে রাখা। সেক্ষেত্রে কিছুটা স্বস্তি দিচ্ছে প্রায় সমস্ত ফুটবলারের ফিটনেস। লাল-হলুদ শিবির মনে করে, আইএসএলে খারাপ পারফরমেন্সের জন্য অনেকটাই দায়ী ফুটবলারদের পরপর চোট আঘাত। কিন্তু সুপার কাপে তো সেই সমস্যা হওয়ার কথা নয়। লম্বা ছুটি কাটিয়ে অনুশীলনে নেমেছেন সল ক্রেসপো, আনোয়ার আলিরা।

Advertisement
সুপার কাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল, কবে, কাদের বিরুদ্ধে? ইস্টবেঙ্গল
হাইলাইটস
  • ২০ এপ্রিল সুপার কাপ শুরু
  • প্রথম দিনেই নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান

সুপার কাপের জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। লক্ষ্য অন্তত একটা কাপ ধরে রাখা। সেক্ষেত্রে কিছুটা স্বস্তি দিচ্ছে প্রায় সমস্ত ফুটবলারের ফিটনেস। লাল-হলুদ শিবির মনে করে, আইএসএলে খারাপ পারফরমেন্সের জন্য অনেকটাই দায়ী ফুটবলারদের পরপর চোট আঘাত। কিন্তু সুপার কাপে তো সেই সমস্যা হওয়ার কথা নয়। লম্বা ছুটি কাটিয়ে অনুশীলনে নেমেছেন সল ক্রেসপো, আনোয়ার আলিরা। 

প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা
আইএসএলের শেষের দিকে চোটের জন্য যে ফুটবলাররা খেলতে পারেননি, তাঁরাও পুরোদমে অনুশীলন করছেন। তবে, সুপার কাপের আগে ফুটবলাররা কেমন অবস্থায় আছেন তা দেখে নিতে অনুশীলন ম্যাচ খেলতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। এখনও পর্যন্ত যা খবর, চেন্নাইন এফসির সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে ইস্টবেঙ্গল। চেন্নাইন শিবিরও এই ম্যাচ খেলতে রাজি। 

সূচি প্রকাশ করল AIFF
সব ঠিক থাকলে, ১৩ এপ্রিল রাজারহাটের মাঠে এই প্রস্তুতি ম্যাচটি হবে। এই ম্যাচেই অস্কার দেখে নেবেন দলের কোন কোন ফুটবলার প্রথম একাদশে খেলার জায়গায় রয়েছেন। উল্লেখ্য, সোমবারই সুপার কাপের সূচি প্রকাশ করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। ২০ এপ্রিল প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে নামবে কেরালা রাস্টার্সের বিরুদ্ধে। প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই নকআউট।

সুপার কাপের সূচি
২০ এপ্রিল কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল (বিকাল ৪.৩০)
২০ এপ্রিল মোহনবাগান বনাম আই লিগ তৃতীয় দল (রাত ৮.০০)
২১ এপ্রিল এফসি গোয়া বনাম আই লিগের দ্বিতীয় দল (বিকাল ৪.৩০)
২১ এপ্রিল ওডিশা এফসি বনাম পাঞ্জাব এফসি (রাত ৮.০০)
২৩ এপ্রিল বেঙ্গালুরু এফসি বনাম আই লিগের প্রথম দল (বিকাল ৪.৩০)
২৩ এপ্রিল মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসি (রাত ৮.০০)
২৪ এপ্রিল র্থ-ইস্ট ইউনাইটেড বনাম মহামেডান (বিকাল ৪.৩০)
২৪ এপ্রিল জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসি (রাত ৮.০০)
কোয়ার্টার ফাইনাল ২৬ ও ২৭ এপ্রিল।
সেমিফাইনাল ৩০ এপ্রিল। ফাইনাল ৩ মে।

Advertisement

POST A COMMENT
Advertisement