East Bengal Durand Cup 2025: ইস্টবেঙ্গলের ডুরান্ড প্রস্তুতি কেমন? মিগুয়েল-রাশিদরা সম্ভবত এ সপ্তাহেই

ডুরান্ড কাপের (Durand Cup 2025) আগেই প্রস্তুতি শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে চাইছে তারা। জুনিয়র দল ঘরোয়া লিগের জন্য নিউটাউনের সেন্টার ইফ এক্সিলেন্সে অনুশীলন চালালেও, ডুরান্ড কাপের প্রস্তুতি যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ঘাসের মাঠেই সারতে চাইছে  লাল-হলুদ। মাঠ সমস্যা মিটলে শনিবার থেকেই প্রস্তুতি শুরু করবে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) দল।

Advertisement
ইস্টবেঙ্গলের ডুরান্ড প্রস্তুতি কেমন? মিগুয়েল-রাশিদরা সম্ভবত এ সপ্তাহেইইস্টবেঙ্গল

ডুরান্ড কাপের (Durand Cup 2025) আগেই প্রস্তুতি শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে চাইছে তারা। জুনিয়র দল ঘরোয়া লিগের জন্য নিউটাউনের সেন্টার ইফ এক্সিলেন্সে অনুশীলন চালালেও, ডুরান্ড কাপের প্রস্তুতি যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ঘাসের মাঠেই সারতে চাইছে  লাল-হলুদ। মাঠ সমস্যা মিটলে শনিবার থেকেই প্রস্তুতি শুরু করবে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) দল।

কবে আসছেন বিদেশিরা?
ভারতীয় ফুটবলারদের শুক্রবারের মধ্যে কলকাতায় আসতে বলা হয়েছে। বিদেশিদের ক্ষেত্রে ভিসার জন্য ফেডারেশনের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার কাজ শুরু করে দিয়েছে। সরকারিভাবে ঘোষণা না হলেও, ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা, মহম্মদ রাশিদ-সহ অন্যান্য বিদেশি তারকাদের ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যাতে পূর্ণ শক্তিতে ডুরান্ড অভিযান শুরু করা যায়।

কাদের খেলাবে ইস্টবেঙ্গল?
তবে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সবাইকে একত্রিত করা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে লাল-হলুদ শিবিরে। ভিসা প্রক্রিয়ার জটিলতা থাকলেও ক্লাবের পরিকল্পনা স্পষ্ট—যারা যারা প্রস্তুত থাকবেন, তাদের নিয়েই মাঠে নামা হবে। কোচ অস্কার ব্রুজো নিজেও এই টুর্নামেন্টকে গুরুত্ব দিয়ে প্রথম সারির দল গড়ার কাজে নেমে পড়েছেন। আগামী সপ্তাহেই তিনি প্রস্তুতি শুরু করবেন বলে জানা গিয়েছে।

শক্তি পরীক্ষার সুযোগ
ডুরান্ড কাপে নিজেদের শক্তি পরীক্ষা করার দারুণ সুযোগ পাবে ইস্টবেঙ্গল। কারণ এবারে গ্রুপ এ-তে কোনও ডার্বি নেই। কঠিন ম্যাচও সেই অর্থে নেই। কারণ ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে নামধারী এফসি, ইন্ডিয়ান এয়ার ফোর্স। ডুরান্ড কাপে সাফল্য পেলে আইএসএলের আগে দলের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করছেন ক্লাব কর্তারা। যদিও আইএসএলের ভবিষ্যৎ এখনও কিছুটা অনিশ্চিত, ডুরান্ড কাপে শিরোপা জয় লাল-হলুদ ব্রিগেডের মনোবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

২৩ জুলাই থেকে ডুরান্ড অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। আর এটা দলের কাছে প্রাক মরসুম প্রস্তুতির জন্য দারুণ গুরুত্বপূর্ণ। অস্কার ব্রুজোর দল কীভাবে সেই চ্যালেঞ্জ মুখোমুখি হয় সেটাই এখন দেখার।   

Advertisement

POST A COMMENT
Advertisement