অনেক অর্থ ব্যয় করে দল গড়লেও শেষ মরসুমটা একেবারেই ভাল যায়নি ইস্টবেঙ্গলের (East Bengal)। একের পর এক ফুটবলারের চোট, কার্ড দেখার প্রবণতা সমস্যায় ফেলে। বিশেষ করে মাঝমাঠে গত দুই মরসুমেই প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ সময়ে দলের তারকা বিদেশি ফুটবলার সল ক্রেসপোর (Saul Crespo) চোট খুব ভুগিয়েছে লাল-হলুদ ব্রিগেডকে।
দলের অধিকাংশ বিদেশি বদলের সম্ভাবনা
সুপার কাপ থেকে ইস্টবেঙ্গল ছিটকে যাওয়ার পরেই, দেশ ছাড়ার আগে লাল-হলুদ হেড কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) ইমামি ইস্টবেঙ্গল কর্তাদের পরিষ্কার জানিয়ে দিয়ে গিয়েছিলেন যে দলের অধিকাংশ বিদেশেরই পরিবর্তন চান তিনি। সেই পথেই এগিয়ে এবারে সলের পরিবর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা তারকা বিদেশি ফুটবলার মিগুয়েল ফিগুয়েরাকে (Miguel Figueira) প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। খুব বড় অঘটন না ঘটলে আগামী মরসুমে লাল-হলুদ জার্সি গায়েই মাঠে নামবেন তিনি। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই মিগুয়েলের নাম শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে। লাল-হলুদ মাঝমাঠে এই বিদেশি ফুটবলার আসায় দলের ভারসাম্য যে অনেকটাই বাড়বে তা বলাই যায়।
মিগুয়েল অস্কারের ভরসার ফুটবলার
মিগুয়েল দীর্ঘদিন বর্তমান ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর অধীনে বসুন্ধরা কিংসে খেলেছেন। তিনিই যে এই ব্রাজিলিয়ানকে ভারতে আনার মাস্টারমাইন্ড, তা কার্যত নিশ্চিত। গত মরসুমে বসুন্ধরা কিংসের হয়ে ৯ ম্যাচে পাঁচটি গোল এবং ছয়টি অ্যাসিস্ট রয়েছে মিগুয়েলের। যদিও এই মরসুমে বনিবনা না হওয়ায় তাঁকে খেলাননি বসুন্ধরা কোচ।
দল ছাড়ছেন সল ক্রেসপো
অন্যদিকে সল ক্রেসপোর সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে লাল-হলুদের। সম্ভবত ক্ষতিপূরণ দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হবে। অথবা তাঁকে অন্য কোনও ক্লাবে লোনে ছাড়া হতে পারে। সেক্ষেত্রে ইন্টার কাশির নাম উঠে আসছে। সূত্রের খবর, সল ছাড়াও অন্তত চারজন বিদেশি পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের। এখন দেখার নতুন বিদেশি এনে, দলের ভারসাম্য কতটা ফেরাতে পারেন অস্কার ব্রুজো।