East Bengal Transfer News: ভাঙছে ইস্টবেঙ্গলের ঘর, ওড়িশার টার্গেট এই ডিফেন্ডার

ভাঙতে পারে ইস্টবেঙ্গলের (East Bengal) ঘর। অন্য দলে যোগ দিতে পারেন তারকা নিশু কুমার (Nishu Kumar)। তাঁর কাছে বেশকিছু ক্লাবের প্রস্তাব রিয়েছে বলে সূত্রের খবর। গত মরসুমটা দারুণভাবে শেষ করার পর, একাধিক তারকা ফুটবলারকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। সেই তালিকায় নিশুও ছিলে। তবে তিনি দলে এলেও দাগ কাটতে পারেননি। ফলে আগামী মরসুমে তাঁকে ছেড়ে দিতে পারে লাল-হলুদ।

Advertisement
ভাঙছে ইস্টবেঙ্গলের ঘর, ওড়িশার টার্গেট এই ডিফেন্ডার ইস্টবেঙ্গল
হাইলাইটস
  • ইস্টবেঙ্গল দল ভাঙার ইঙ্গিত
  • ওড়িশায় সই করতে পারেন এই তারকা

ভাঙতে পারে ইস্টবেঙ্গলের (East Bengal) ঘর। অন্য দলে যোগ দিতে পারেন তারকা নিশু কুমার (Nishu Kumar)। তাঁর কাছে বেশকিছু ক্লাবের প্রস্তাব রিয়েছে বলে সূত্রের খবর। গত মরসুমটা দারুণভাবে শেষ করার পর, একাধিক তারকা ফুটবলারকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। সেই তালিকায় নিশুও ছিলে। তবে তিনি দলে এলেও দাগ কাটতে পারেননি। ফলে আগামী মরসুমে তাঁকে ছেড়ে দিতে পারে লাল-হলুদ। 

গত মরসুম থেকেই লাল-হলুদ জার্সিতে ফুটবল খেলে আসছেন নিশু কুমার। প্রথমবার যথেষ্ট নজর কাড়লেও এবার খুব একটা সক্রিয়তা দেখাতে পারেননি তিনি। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের এই মাসের শেষেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ইস্টবেঙ্গলের। এরপর আর হয়তো তাঁর সঙ্গে চুক্তি বাড়াবে না লাল-হলুদ ক্লাব। সবদিক মাথায় রেখেই তাঁকে নিতে আগ্ৰহ প্রকাশ করেছে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব। সেক্ষেত্রে যথেষ্ট এগিয়ে ওড়িশা এফসি।

ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ছয়টি ম্যাচেই নাস্তানাবুদ হতে হয় দলকে। এই পরিস্থিতিতে দলের দায়িত্ব ছাড়েন কার্লেস কুয়াদ্রাত। পরিবর্তে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় অস্কার ব্রুজোর হাতে। তাঁর তত্ত্বাবধানে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দল। কিন্তু খেলোয়াড়দের চোট আঘাতের পাশাপাশি নানাবিধ সমস্যার দরুন বারংবার ব্যাকফুটে ঠেলে দিয়েছিল ময়দানের এই প্রধানকে। যার দরুন অনবদ্য লড়াই করে ও সুপার সিক্সের আশা জিইয়ে রাখা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। তারপরে ও কলিঙ্গ সুপার কাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল সকলে। হতশ্রী পারফরম্যান্সের দরুন সেখান থেকে ও ছিটকে যায় দল।

ফলে পরের মরসুমে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ। নিজেদের হারানো গৌরব ফিরে পেতে লড়াই করার মতো টিম গড়া দরকার। সেই পথেই এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। আর সেই কারণেই একাধিক ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিলের পাশাপাশি, কিছু ফুটবলারের সঙ্গে চুক্তি নবীকরন না করার সিদ্ধান্তও নিতে চলেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement