East Bengal Transfer News: ইস্টবেঙ্গলের টার্গেট এবার ভারতীয় ডিফেন্ডার, কাকে পছন্দ অস্কারের?

এ মরসুমে শুরু থেকেই চোট আঘাত সমস্যায় ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ফলে প্রভাব পড়েছে দলের খেলায়। এখনও এ মরসুমে বলার ম্য কিছু করে দেখাতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। শেষটা তাই ভাল করতে মরিয়া ইস্টবেঙ্গল। তবে এর মধ্যেই পরের মরসুমের দল গঠনের কাজও শুরু করতে চাইছে লাল-হলুদ। আর সে কারণেই এক ভারতীয় ডিফেন্ডারকে দলে নিতে চাইছে তারা।

Advertisement
ইস্টবেঙ্গলের টার্গেট এবার ভারতীয় ডিফেন্ডার, কাকে পছন্দ অস্কারের? ইস্টবেঙ্গল

এ মরসুমে শুরু থেকেই চোট আঘাত সমস্যায় ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ফলে প্রভাব পড়েছে দলের খেলায়। এখনও এ মরসুমে বলার ম্য কিছু করে দেখাতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। শেষটা তাই ভাল করতে মরিয়া ইস্টবেঙ্গল। তবে এর মধ্যেই পরের মরসুমের দল গঠনের কাজও শুরু করতে চাইছে লাল-হলুদ। আর সে কারণেই এক ভারতীয় ডিফেন্ডারকে দলে নিতে চাইছে তারা।
 
সেক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি বেশ কয়েকজন ভার‍তীয় ফুটবলারদের দিকেও নজর রয়েছে গতবারের সুপার কাপ জয়ীদের। বিভিন্ন নাম ঘোরাফেরা করছে। এর মধ্যে ব্যাপকভাবে উঠে আসছে নিখিল প্রভুর নাম। এবারের এই ইন্ডিয়ান সুপার লিগে পঞ্জাব এফসির হয়ে যথেষ্ট দক্ষতার সঙ্গে রক্ষণভাগ সামাল দিয়েছিলেন এই ফুটবলার। সবদিক বিচার বিবেচনা করেই তাঁকে দলে নিতে আগ্ৰহী ময়দানের এই প্রধান। কিন্তু হিসাব অনুযায়ী দেখলে আগামী মরসুম পর্যন্ত মহারাষ্ট্রের এই ফুটবলারের সঙ্গে চুক্তি রয়েছে পঞ্জাব এফসির। তাই আদৌও তাঁকে ছাড়তে রাজি হবে কিনা পঞ্জাব শিবির এখন সেটাই মূল বিষয়। আর ছাড়লেও তাঁর জন্য কত তাকা ট্রান্সফার ফি ইমামি দিতে পারবে সেটাও বড় ব্যাপার।

প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা
আইএসএলের শেষের দিকে চোটের জন্য যে ফুটবলাররা খেলতে পারেননি, তাঁরাও পুরোদমে অনুশীলন করছেন। তবে, সুপার কাপের আগে ফুটবলাররা কেমন অবস্থায় আছেন তা দেখে নিতে অনুশীলন ম্যাচ খেলতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। এখনও পর্যন্ত যা খবর, চেন্নাইন এফসির সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে ইস্টবেঙ্গল। চেন্নাইন শিবিরও এই ম্যাচ খেলতে রাজি। 

সূচি প্রকাশ করল AIFF
সব ঠিক থাকলে, ১৩ এপ্রিল রাজারহাটের মাঠে এই প্রস্তুতি ম্যাচটি হবে। এই ম্যাচেই অস্কার দেখে নেবেন দলের কোন কোন ফুটবলার প্রথম একাদশে খেলার জায়গায় রয়েছেন। উল্লেখ্য, সোমবারই সুপার কাপের সূচি প্রকাশ করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। ২০ এপ্রিল প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে নামবে কেরালা রাস্টার্সের বিরুদ্ধে। প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই নকআউট।

Advertisement

সুপার কাপের সূচি
২০ এপ্রিল কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল (বিকাল ৪.৩০)
২০ এপ্রিল মোহনবাগান বনাম আই লিগ তৃতীয় দল (রাত ৮.০০)
২১ এপ্রিল এফসি গোয়া বনাম আই লিগের দ্বিতীয় দল (বিকাল ৪.৩০)
২১ এপ্রিল ওডিশা এফসি বনাম পাঞ্জাব এফসি (রাত ৮.০০)
২৩ এপ্রিল বেঙ্গালুরু এফসি বনাম আই লিগের প্রথম দল (বিকাল ৪.৩০)
২৩ এপ্রিল মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসি (রাত ৮.০০)
২৪ এপ্রিল র্থ-ইস্ট ইউনাইটেড বনাম মহামেডান (বিকাল ৪.৩০)
২৪ এপ্রিল জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসি (রাত ৮.০০)
কোয়ার্টার ফাইনাল ২৬ ও ২৭ এপ্রিল।
সেমিফাইনাল ৩০ এপ্রিল। ফাইনাল ৩ মে।

POST A COMMENT
Advertisement