পরের মরসুমে ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন ডিফেন্ডার লালচুংনুঙ্গা। সূত্রের খবর এমনটাই। কারণ তাঁর পারফরম্যান্সে একেবারেই খুশি নন, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। বহু আশা নিয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শুরু করলেও কাজের কাজ তেমন কিছুই হয়নি। ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে।
ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকে জয় পাওয়ার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। পরাজিত হতে হয়েছে একাধিক ফুটবল ম্যাচ। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন গতবারের সুপার কাপ জয়ী কোচ। তারপর থেকেই দলের দায়িত্ব পালন করে আসছেন অস্কার ব্রুজো। যার হাত ধরে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিল ময়দানের এই প্রধান।
যার ফলে নতুন করে সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল লাল-হলুদ জনতা। যদিও সেটা খুব একটা সহজ ছিল না। বিশেষ করে ঘরের মাঠে শক্তিশালী চেন্নাইয়িন এফসির কাছে পরাজিত হওয়ার পর প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেলেও ক্ষীণ আশা ছিল দলের কাছে। কিন্তু এক্ষেত্রে দলের ফুটবলারদের চোট আঘাতের পাশাপাশি আরও একাধিক সমস্যা নিয়েই লড়াই করতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ার পর সুপার সিক্সে যাওয়ার ক্ষীন আশা বজায় থাকলেও সেটা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। বিশেষ করে বেঙ্গালুরু এফসির কাছে ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করায় আইএসএলের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার স্বপ্ন শেষ হয়ে যায় দলের।
লালচুংনঙ্গা দল থেকে চলে গেলে কাদের আনতে পারে ইস্টবেঙ্গল?
ট্রান্সফার মার্কেটে টার্গেট সেট করে ফেলেছে লাল-হলুদ। ফুটবল ডিরেক্টর থাংবোই সিংটো ভারতীয় ফুটবলারদের কথাবার্তা বলছেন। সেক্ষেত্রে এই ডিফেন্দারের জায়গায় হরমিপাম ও অ্যালেক্স সাজিকে টার্গেট করছে ইস্টবেঙ্গল। এমনটাই সূত্রের খবর। তবে ইস্টবেঙ্গল সূত্রের খবর, লালচুংনুঙ্গাকে ছেড়ে না দিয়ে অন্য ক্লাবে লোনে বিক্রি করতে চাইছে ক্লাব। সে চেষ্টায় তারা সফল হয় কিনা সেটাই এখন দেখার।