East Bengal Transfer News: ২ বিদেশি তারকাকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল, সলের ভবিষ্যত নিয়ে জল্পনা

পরের মরসুমে ইস্টবেঙ্গল দলে নেই মাদিহ তালাল ও হিজাজি মাহের। গত মরসুমের মাঝেই চোট পাওয়ায় ছিটকে গিয়েছিলেন ফরাসি তারকা মিডফিল্ডার। মাদিহ তালাল এখনও মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তালালের অ্যাকাউন্টে গেলে দেখা যাবে, লাল-হলুদের জার্সি পরেই রিহ্যাব করছেন। অন্যদিকে গোটা মরসুম সুযোগ পেলেও ছাপ ফেলতে ব্যর্থ হিজাজি। 

Advertisement
২ বিদেশি তারকাকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল, সলের ভবিষ্যত নিয়ে জল্পনা ইস্টবেঙ্গল

পরের মরসুমে ইস্টবেঙ্গল দলে নেই মাদিহ তালাল ও হিজাজি মাহের। গত মরসুমের মাঝেই চোট পাওয়ায় ছিটকে গিয়েছিলেন ফরাসি তারকা মিডফিল্ডার। মাদিহ তালাল এখনও মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তালালের অ্যাকাউন্টে গেলে দেখা যাবে, লাল-হলুদের জার্সি পরেই রিহ্যাব করছেন। অন্যদিকে গোটা মরসুম সুযোগ পেলেও ছাপ ফেলতে ব্যর্থ হিজাজি। 

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে হেড অফ ফুটবল থাঙ্গবই সিংটো এবং হেড কোচ অস্কার ব্রুজো ডিফেন্ডার হিজাজি মাহের ও মাদিহ তালালকে জানিয়ে দিয়েছেন যে তাঁরা আসন্ন মরসুমের জন্য ক্লাবের পরিকল্পনায় নেই। দুই ফুটবলারকে কন্ট্রাক্ট মিউচ্যুয়াল টার্মিনেশন এর জন্য জানানো হয়েছে।। ইতিমধ্যে দুই ফুটবলারই তাদের ইন্সটাগ্রাম বায়োতে ইস্টবেঙ্গল মুছে ফেলেছেন। চেষ্টা চলছে, আরেক স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোকেও রাজি করানোর। 

এমনটা হলে, আগামী মরসুমে ইস্টবেঙ্গল দলের খোলনলচে একেবারে বদলে যাবে। তবে শুধু ফুটবলারদের ছাড়া নয়, নতুন ফুটবলার তুলে আনার কাজটাও জোর কদমে চালাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। এর মধ্যেই একের পর এক তারকা ফুটবলারকে সই করানোর চেষ্টা চালাচ্ছে লাল-হলুদ। গত মরসুমে ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল ও সুপার কাপেও ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। এবার আর সে ভুল করতে নারাজ ইস্টবেঙ্গল। বারবার তারকা ফুটবলারদের চোট, কার্ড খাওয়ার প্রবণতা সমস্যায় ফেলেছিল। আর তাই ভালভাবে দেখে শুনে এ মরসুমের দল গঠন করছে লাল-হলুদ।

থাংবোই সিংটো দলে যোগ দেওয়ার পর থেকেই এই প্রক্রিয়া আরও গতি পায়। এর ফলেই প্যালেস্তাইনের মিডফিল্ডার মহম্মদ রশিদ এবং বসুন্ধরা কিংসে খেলা ব্রাজিলিয়ান মিগুয়েলকে সই করিয়ে দলবদলের বাজারে সেরা চমক দিয়েছে লাল-হলুদ শিবির। এফসি গোয়া (FC Goa) থেকে লেফট ব্যাক জয় গুপ্তার সঙ্গেও কথা পাকা। শুধু সই করানো বাকি। জানা গিয়েছে, গোয়ার সেন্টার ব্যাক নিম দর্জি তামাংকে নিয়ে আগ্রহী ইস্টবেঙ্গল। কোচ মানোলো মার্কেজের দল গোয়ার এই সেন্টার ব্যাক সিকিমের ফুটবলার।       

Advertisement

POST A COMMENT
Advertisement