ইউরো কাপ ও বিশ্বকাপে খেলা আইসল্যান্ডের তারকাকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল? ট্রান্সফার মার্কেটে এ নিয়ে জোর আলোচনা চলছে। সবচেয়ে বড় কথা হল, বিভিন্ন পজিশনে খেলতে পারেন এই তারকা।
রোনাল্ডোর বিরুদ্ধে খেলেছেন এই ফুটবলার
আইসল্যান্ড জাতীয় দলের অভিজ্ঞ উইঙ্গার জোহান বার্গ গুডমুন্ডসন-কে দলে টানতে আগ্রহী লাল-হলুদ ম্যানেজমেন্ট। বর্তমানে সৌদি আরবে খেলা এই তারকার সম্ভাব্য ট্রান্সফার ঘিরে উত্তেজনা তুঙ্গে। একজন বহুমুখী ফুটবলার, যিনি উইঙ্গার বা অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও খেলতে পারেন সেন্ট্রাল মিডফিল্ড, সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায়ও। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। খেলেছেন বার্নলি সহ একাধিক ইউরোপীয় ক্লাবে।
বর্তমানে তিনি খেলছেন তিনি বর্তমানে আল অরোবা ক্লাবের হয়ে। ২০১৬ সালের ইউরো কাপে ইংল্যান্ডকে হারিয়েছিল আইসল্যান্ড। রাউন্ড অফ ১৬-এর সেই ম্যাচে দারুণ ফুটবল খেলেছিলেন এই তারকা উইঙ্গার। এরপর ফিফা ফ্রেন্ডলি ম্যাচেও ১-০ গোলে ইংল্যান্ডকে হারায় গুডমুন্ডসনের দল।
ভাল ফলের খোঁজে ইস্টবেঙ্গল
ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকে জয় পাওয়ার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। পরাজিত হতে হয়েছে একাধিক ফুটবল ম্যাচ। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন গতবারের সুপার কাপ জয়ী কোচ। তারপর থেকেই দলের দায়িত্ব পালন করে আসছেন অস্কার ব্রুজো। যার হাত ধরে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিল ময়দানের এই প্রধান।
যার ফলে নতুন করে সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল লাল-হলুদ জনতা। যদিও সেটা খুব একটা সহজ ছিল না। বিশেষ করে ঘরের মাঠে শক্তিশালী চেন্নাইয়িন এফসির কাছে পরাজিত হওয়ার পর প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেলেও ক্ষীণ আশা ছিল দলের কাছে। কিন্তু এক্ষেত্রে দলের ফুটবলারদের চোট আঘাতের পাশাপাশি আরও একাধিক সমস্যা নিয়েই লড়াই করতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ার পর সুপার সিক্সে যাওয়ার ক্ষীন আশা বজায় থাকলেও সেটা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। বিশেষ করে বেঙ্গালুরু এফসির কাছে ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করায় আইএসএলের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার স্বপ্ন শেষ হয়ে যায় দলের।