চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গলকে (East Bengal) ভরসা দিতে দলে যোগ দিচ্ছেন মেসি বাউলি (Messi Bouli)। এর আগে কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) হয়ে খেলেছেন মেসি। চেন্নাইয়েন ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। এমনটাই শোনা যাচ্ছে। এ মরসুমের বাকিটুকু খেলবেন তিনি।
নতুন মরশুমে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে দলে নিলেও তাঁর পা থেকে গোল পাওয়া যাচ্ছে না অনেকদিন ধরেই। গোল করার খুব কাছে পৌঁছেও কাজের কাজ হচ্ছিল না। এর পাশাপাশি আছে ক্লেইটন সিলভার অফ ফর্ম। ফলে তাঁকে নিচে নেমে এসে মাঝমাঠের দায়িত্ব নিতে হচ্ছিল। একের পর এক ম্যাচে হয় হার নয়ত ড্র। এ বার ট্রান্সফার উইন্ডো খুলতে সবার আগে সই করায় রিচার্ড সেলিসকে। তিনি তিনটে ম্যাচ খেলে আশা জাগিয়েছেন। এ বার লাল হলুদ আনতে চলেছে মেসি বাউলিকে। তিনি হচ্ছে লাল হলুদে সই করা তৃতীয় ক্যামেরুন প্লেয়ার।
২০১৯-২০ মরশুমে কেরালার হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন বাউলি। করেছেন আটটি গোল। তবে তাঁর অন্যতম সমস্যা হচ্ছে তিনি বারবার মেজাজ হারান। কেরালা ছাড়ার পর তিনি চিনে বিভিন্ন ক্লাবে খেলেন। এ বার তিনি চিনের শিজিয়াজুয়াং গোংফু ক্লাব থেকে আসছেন লাল হলুদে। চলতি মরশুমের শেষ পর্যন্ত লাল হলুদ তাঁর সঙ্গে চুক্তি করেছে বলে জানা গিয়েছে। তাঁর ভিসার আবেদন হয়ে গিয়েছে। জানা গিয়েছে ৭২ ঘণ্টা লাগতে পারে তাঁর। এখন তাঁর মাঠে নামার অপেক্ষায় সমর্থকরা।
আইএসএল লাল হলুদের হাত থেকে বেরিয়ে গিয়েছে। এখন সুযোগ AFC। সেখানে যেহেতু বেশি সংখ্যক বিদেশিদের খেলানো যায়, তাই তার আগে লাল হলুদ দলকে শক্তিশালী করতে বিদেশিদের সই করাচ্ছে।