যুদ্ধবিধ্বস্ত দেশ। এর মধ্যেই ইস্টবেঙ্গলে (East Bengal) সই করতে চলেছেন প্যালেস্টাইনের মহম্মদ রশিদ (Mohammed Rashid)। লাল-হলুদে মিডফিল্ডার সমস্যা মেটাতে সই করতে পারেন এই বিদেশি। এমনটাই সূত্রের খবর। বর্তমানে লিগ ওয়ানের ক্লাব পার্সেবায়া সুরাবায়ার সঙ্গে যুক্ত রয়েছেন বছর ঊনত্রিশের এই হাইপ্রোফাইল। ইতিমধ্যেই সেই দলের হয়ে খেলে ফেলেছেন প্রায় ৩১ টি ম্যাচ। তারমধ্যে ছয়টি গোল রয়েছে এই রশিদের।
এই সমস্ত কিছু খতিয়ে দেখেই তাঁকে সই করাতে আগ্রহ প্রকাশ করতে শুরু করেছে মশাল ব্রিগেড। শুধু তাই নয়, এ ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। এমনটাই সূত্রের খবর। শেষ পর্যন্ত আদৌ তিনি ভারতে খেলতে আসেন কিনা আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। একের পর এক তারকা বিদেশির পাশাপাশি, ভারতীয় ফুটবলারকেও সই করাচ্ছে লাল-হলুদ।
একের পর এক তারকাকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল
এই তালিকায় পিভি বিষ্ণু যেমন আছেন, তেমনই আছেন এডমুন্ড লালরিনডিকা। এরপর বিপিন সিংকেও দলে নিয়েছে ইস্টবেঙ্গল। আপাতত ইভান মিলাদিনোভিচ ও মিগুয়েল ফিগুয়েরার সঙ্গেও কথাবার্তা পাকা। এর মধ্যে আরও এক মিডফিল্ডার যোগ দিলে শক্তি আরও বাড়বে ইস্টবেঙ্গলের। পরের মরসুমে তিনি ইস্টবেঙ্গলে খেললে অনেকটাই সুবিধা হবে। শুধু তিনি নন। পঞ্জাব এফসি থেকে নিখিল প্রভুকে সই করাতে পারে ইস্টবেঙ্গল। এই স্টপার সই করলে আরও শক্তি বাড়বে লাল-হলুদের। আর সেই কারণেই পঞ্জাবের ঘর ভেঙে নিখিলকে সই করাতে চাইছে তারা।
গত মরসুমে হতাশ করেছে লাল-হলুদ
গত মরসুমে ইস্টবেঙ্গল একেবারেই ছন্দ ছিল না। ডুরান্ড কাপে হারের পর আইএসএল-এ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় লাল-হলুদকে। ডামাডোলের মধ্যে অস্কার ব্রুজো দায়িত্ব পেলেও, ফলাফলে কোনও বদল আসেনি। তবুও বসুন্ধরা কিংসের প্রাক্তন এই কোচকে এই মরসুমেও রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। সেই কারণেই একের পর এক তারকাকে সই করাচ্ছে লাল-হলুদ, ট্রান্সফার মার্কেটে ঝড় তুলছে তারা।