
স্বস্তি ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের জন্য। তিন বছরের চুক্তিতে লাল-হলুদেই থাকছেন তারকা ফুটবলার পিভি বিষ্ণু (PV Vishnu)। শোনা গিয়েছিল, বিষ্ণুকে সই করানোর জন্য ঝাঁপিয়েছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। তবে তা আপাতত হচ্ছে না বলেই সূত্রের খবর। ইস্টবেঙ্গল এ মরসুমে কোনও টুর্নামেন্টেই সাফল্য পায়নি। ক্লেইটন সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরেই পিভি বিষ্ণুকে নিয়ে গুঞ্জন শুরু হয়।
দারুণ ছন্দে বিষ্ণু
চলতি মরসুমে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স হতাশাজনক হলেও স্পটলাইটে ছিলেন বিষ্ণু। দিমিত্রি-ক্লেইটনদের মতো বিদেশিরা যেখানে ব্যর্থ, সেখানে জ্বলে উঠেছেন বিষ্ণু। উইং দিয়ে তাঁর দুরন্ত গতিতে দৌড় এবং গোল করার দক্ষতা চাপে ফেলেছে বিপক্ষকে। এর মধ্যেই শোনা যায়, পিভি বিষ্ণুকে নিতে চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে এ দাবি সেই সময়ই উড়িয়ে দিয়েছিল সবুজ-মেরুন শিবির।
মোহনবাগানে যাচ্ছেন বিষ্ণু?
তাঁরা সেই সময় দাবি করেন, ইস্টবেঙ্গল থেকে কোনও ফুটবলার নেওয়ার পরিকল্পনা মোহনবাগানের নেই। মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এ ব্যাপারে আগেই নির্দেশ দিয়েছেন রিক্রুটারদের। তিনি চান না লাল-হলুদ থেকে কোনও ফুটবলার তাদের দলে যান। এখনও ১ বছরের চুক্তি বাকি আছে তাঁর। তাই নিয়ম অনুযায়ী, ক্লাব তাঁকে না ছাড়লে মরসুমের মাঝে অন্য কোনও দলে সই করতে পারবেন না বিষ্ণু।
থাংবোই দায়িত্ব নেওয়ার পরেই বড় সিদ্ধান্ত লাল-হলুদের
পাশাপাশি সূত্রের খবর, পরের মরসুমে বিষ্ণুর চুক্তি আরও বাড়াতে পারে ইস্টবেঙ্গল। তবে এই তরুণ ফুটবলারের মোহনবাগান চলে যাওয়ার খবরে উদ্বেগ ছড়ায় সমর্থকদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় বিষ্ণুর খবর নিতে চেষ্টা করতে থাকেন তাঁরা। তবে এবার বিষ্ণু আরও তিন বছরের জন্য ইস্টবেঙ্গলেই থাকছেন বলে জানা যাচ্ছে। থাংবোই সিংটো গতকালই ফুটবল ডিরেক্টর হিসেবে সরকারিভাবে দায়িত্ব নিয়েছেন। আর তারপরেই এই সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের তরফে নিঃসন্দেহে নতুন করে লাল-হলুদ সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করবে বলেই মনে করা হচ্ছে।