নিম দর্জিকে দলে নিতে ঝাঁপাল ইস্টবেঙ্গল। দলের ডিফেন্স আরও জোরাল করতে এফসি গোয়ার ডিফেন্ডারকে সই করাতে চাইছেন অস্কার ব্রুজো। সূত্রের খবর এমনটাই। গত মরসুমে ডিফেন্ডারদের ব্যর্থতায় সমস্যায় পড়তে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এবার আর সেই ভুল করতে নারাজ ইস্টবেঙ্গল। মেহতাব সিং হাতছাড়া হওয়ার পর, রাহুল ভেকেকে সই করাতে ঝাঁপিয়েছে লাল- হলুদ।
তবুও, নিম দর্জিকে সই করিয়ে নিতে চাইছে লাল-হলুদ। শেষ আইএসএলে দলের হয়ে আটটি ম্যাচ খেলেছিলেন এই গোয়ান ডিফেন্ডার। হিসাব অনুযায়ী দেখলে আগামী বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে দলের চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে টানতে আগ্ৰহী মশাল ব্রিগেড। শেষ পর্যন্ত আদৌও তিনি কলকাতায় আসতে চান কিনা সেটাই দেখার বিষয়। বছর ঊনত্রিশের এই ফুটবলার দলে আসলে নিঃসন্দেহে শক্তিশালী হয়ে উঠবে দলের রিজার্ভ বেঞ্চ। সেই কথা মাথায় রেখেই তাঁকে দলে নিতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।
এ মরসুমে একেবারেই ভাল খেলতে পারেনি ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর আইএসএলে ভাল পারফরম্যান্স করতে মরিয়া হলেও প্লে অফে যেতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। শুরুতেই পরাজিত হতে হয়েছে টানা ছয়টি ম্যাচ। দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান কার্লেস কুয়াদ্রাত। পরবর্তীতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় অস্কার ব্রুজোর হাতে। সময় যত এগিয়েছে এই বিদেশী কোচের হাত ধরেই নিজেদের পুরনো ছন্দে ফিরেছিল ইস্টবেঙ্গল। এএফসির টুর্নামেন্টের গ্ৰুপ পর্বে ভাল পারফরম্যান্স করার পর আইএসএলে ও জয়ের মুখ দেখেছিল এই দল।
সেই সময়ই ছন্দপতন। চোট আঘাতের সমস্যা ফের ব্যাকফুটে ঠেলে দিয়েছিল দলকে। তাই একটা সময় এই কোচের হাত ধরে একটা সময় সুপার সিক্সে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখার দিলেও কাজের কাজ কিছুই হয়নি। বিশেষ করে শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে ড্র করার পরেই স্বপ্ন শেষ হয়ে যায় ইস্টবেঙ্গলের। কিন্তু তবুও কলিঙ্গ সুপার কাপ নিয়ে আশায় বুক বেঁধেছিল লাল-হলুদ জনতা। সেখানেও মিলেছে হতাশা। ছিটকে যেতে হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালে। এই ধাক্কা ভুলে এখন থেকেই নতুন সিজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। এবারে লাল-হলুদ তারকা ফুটবলারদের সই করিয়ে অন্য দলগুলোকে ধাক্কা দিতে পারে কিনা সেটাই দেখার।