গত মরসুমের ব্যর্থতা ভুলে এ মরসুমে চমক দিতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। একাধিক বিদেশি তারকার পাশাপাশি ভারতীয় ফুটবলারদের সঙ্গেও চুক্তি সারছে লাল-হলুদ। এর মধ্যেই হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) এক মিজো ফুটবলারকে দলে নিতে ঝাঁপাল মশাল বাহিনী। তবে শুধু ইস্টবেঙ্গল নয়, এই ফুটবলারকে দলে নিতে চাইছে পঞ্জাব এফসিও (Punjab FC)।
কাকে সই করাতে চাইছে দুই ক্লাব?
সূত্র মারফত খবর, গত মরসুম শেষ হওয়ার পর থেকেই হায়দরাবাদ এফসির তরুণ ফরোয়ার্ড রামহলুঞ্চহুঙ্গার (Ramhlunchhunga ) দিকে নজর পড়ে এই দুই ফুটবল দলের। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাসেই আইএসএলের এই ফুটবল দলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে এই ফুটবলারের। তাই দ্রুত তাঁকে সই করাতে মরিয়া দুই দলই। এতে যেমন গোল খরা মিটতে পারে, তেমনই শক্তিশালী হতে পারে রিজার্ভ বেঞ্চও।
তাই গত মরসুমের আইএসএল শেষ হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করেছে ইস্টবেঙ্গল। যদিও সেটা এখনও চূড়ান্ত পর্যায় পৌঁছয়নি। গত সিজনে দলের হয়ে ২৩টি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার। যার মধ্যে ২টি গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট ছিল এই তারকার। নয়া সিজনে তাঁকে দলে টেনে রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করাই এখন অন্যতম লক্ষ্য প্রতিপক্ষ দল গুলির।
চোট ও স্ট্রাইকার সমস্যা ভুগিয়েছিল ইস্টবেঙ্গলকে
গত মরসুমে চোট সমস্যায় বিরাট ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা ফুটবলাদের অনুপস্থিতি কোচের পরিকল্পনাকে একেবারে ঘেতে দেয়। আর সেই সমস্যাতেই ভুগতে হয়েছে অস্কার ব্রুজোকে। আর সে কারণেই এবার আরও বেশি সতর্ক লাল-হলুদ কোচ। শুধু তাই নয়, গোল করার লোকের অভাবও ভুগিয়েছে তাদের। দিমিত্রিয়াস ডিয়ামানটাকোস বা ক্লেইটন সিলভারা ভুরি ভুরি সুযোগ নষ্ট করেছেন। ডেভিড লালরামসাঙ্গাও গোল করতে পারেননি। তাই স্ট্রাইকারদের এই সমস্যা যাতে দলের মাথাব্যথার কারণ হয়ে না দাঁড়ায় তাই এ মরসুমে বেশি সতর্ক ইস্টবেঙ্গল।