ইস্টবেঙ্গলএকই সঙ্গে দুই তারকা স্ট্রাইকার হিরোশি ইবুসুকি ও হামিদ আহাদাদকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা আইএসএল-এর আগে দুই স্ট্রাইকারকে চূড়ান্ত করে ফেলতে চাইছে লাল-হলুদ ক্লাব। সূত্রের খবর, ভারতে খেলে যাওয়া দুই তারকাকেই টার্গেট করছে ইস্টবেঙ্গল। সেই তালিকায় একজন আর্জেন্টাইন ও একজন ব্রাজিয়ান আছেন বলেই সূত্রের খবর।
কাদের টার্গেট করছে ইস্টবেঙ্গল?
শোনা যাচ্ছে আর্জেন্টিনার জর্জ পেরেরা দিয়াজ ও ব্রাজিলের দিয়েগো মরিশিওর নাম। এ বছরেই পেরেরা দিয়াজের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মুম্বই সিটি এফসি-র। এর আগে কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি ও বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলেছেন। আইএসএল-এ প্রচুর গোলও করেছেন এই তারকা। ফলে ভারতীয় ফুটবল সম্পর্কে খুব ভাল ধারণা রয়েছে তাঁর। সেক্ষেত্রে কম সময়ের মধ্যে ইস্টবেঙ্গলে মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই ধরে নেওয়া যায়।
ব্রাজিলিয়ান দিয়েগো মরিশিও ভারতীয় ফুটবলে আরও একজন সফল বিদেশি। এর আগে ওড়িশা এফসি ও মুম্বই সিটি এফসি-র হয়ে খেলেছেন। ওড়িশার হয়ে দারুণ সফল এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। একটা সময় জাতীয় দলের অনূর্ধ্ব-২০ দলেও খেলেছেন মরিশিও। ফলে অভিজ্ঞতার কোনও কমতি নেই। একটা সময় খেলেছেন অন্যতম সেরা ক্লাব ফ্ল্যামেঙ্গোর হয়েও।
ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, ‘বিকল্প বিদেশি স্ট্রাইকারের কথা ভাবা হচ্ছে। কোচও আজ বলছিলেন। এই বিষয়ে লগ্নিকারী সংস্থার সঙ্গে আলোচনা হবে। ’ আর আইএসএল শুরুর প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘এসব রাতারাতি তো হয়নি। পিছনে নিশ্চয় কাজ চলছিল। ক্লাবের তরফে বরাবরই বলেছি, লিগ হবে। সেই বিশ্বাস ছিল। শেষ পর্যন্ত আমাদের আশা সফল হয়েছে।’
চলতি মরসুমে দু’টি প্রতিযোগিতার ফাইনাল খেললেও এখনও পর্যন্ত ট্রফির স্বাদ পায়নি অস্কার-ব্রিগেড। আইএফএ শিল্ডের পাশাপাশি সুপার কাপেও টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয় ইস্টবেঙ্গলের। সেই আক্ষেপ আইএসএলে মেটাতে চান কোচ অস্কার ব্রুজো। তাই ট্রেনিং-এ কড়া নজর রখছেন তিনি।