East Bengal Transfer: ইস্টবেঙ্গলে সই করতে পারেন তারকা বিদেশি, মেসির সঙ্গেও খেলেছেন

ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেলেও, ফ্রি বিদেশি ফুটবলারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল। আইএসএল-এর আশা প্রায় শেষ। তবে সামনে রয়েছে সুপার কাপ ও এএফসি কাপের খেলা। সেই কারণেই এক সেন্ট্রাল মিডফিল্ডারকে সই করাতে চাইছে লাল-হলুদ এমনটাই সূত্রের খবর। উইলফ্রিড কাপতউম নামের এই ফুটবলার আগে ক্যামেরুন জাতীয় দলে খেলেছেন।

Advertisement
ইস্টবেঙ্গলে সই করতে পারেন তারকা বিদেশি, মেসির সঙ্গেও খেলেছেনউইলফ্রিড কাপতউম

ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেলেও, ফ্রি বিদেশি ফুটবলারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল। আইএসএল-এর আশা প্রায় শেষ। তবে সামনে রয়েছে সুপার কাপ ও এএফসি কাপের খেলা। সেই কারণেই এক সেন্ট্রাল মিডফিল্ডারকে সই করাতে চাইছে লাল-হলুদ এমনটাই সূত্রের খবর। উইলফ্রিড কাপতউম নামের এই ফুটবলার আগে ক্যামেরুন জাতীয় দলে খেলেছেন।

কার জায়গায় আসতে পারেন এই মিডফিল্ডার?
মরসুমের যে সময়টা ইস্টবেঙ্গল ছন্দ ফিরে পাচ্ছিল, সেই সময়ই মাদিহ তালালের চোট সব পরিকল্পনা নষ্ট করে দেয়। জানা যায়, তিনি আর এ মরসুমে খেলতে পারবেন না। শুধু তো আইএসএল নয়, সুপার কাপ ধরে রাখার লড়াইয়ের পাশাপাশি ভারতের মান সম্মান এখন ইস্টবেঙ্গলের উপর। কারণ মোহনবাগান আগেই ছিটকে গিয়ে এএফসি থেকে। পড়ে রয়েছে শুধুই ইস্টবেঙ্গল। আর এমন টুর্নামেন্টে তালালের বিকল্প না দেখলে সমস্যা হতে পারে এটা বুঝতে পেরেই আসরে নেমেছেন কর্তারা। সেই কারণেই উইলফ্রিড কাপতউমকে সই করাতে চাইছে লাল-হলুদ। 

কেমন ফুটবলার উইলফ্রিড?
সেন্ট্রাল মিডফিল্ডার হলেও দলের প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন উইলফ্রিড কাপতউম। ক্যামেরুনের অনূর্ধ্ব-২০ দলে খেলেছেন। সিনিয়র দলে সুযোগ পেলেও ম্যাচ খেলা হয়নি তাঁর। অনূর্ধ্ব-২০ দলের হয়ে আট ম্যাচে ২টো গোলও রয়েছে তাঁর। স্পেনের বেশকিছু নামী ক্লাব যেমন রিয়েল বেতিস, বার্সেলোনা বি দলের হয়েও খেলেছেন ক্যামেরুনের এই ফুটবলার।

স্যামুয়েল এটোর ছাত্র উইলফ্রিড কাপতউম তাঁর কেরিয়ার শুরু ক্রেছিলেন বার্সেলোনা অনূর্ধ্ব-১৮ দল থেকে। বেশিরভাগ সময়টাই কেটেছে স্পেনে। তবে ঠিক কী কারণে এ মরসুমে তিনি ক্লাব পাননি তা ভাবাবে ইস্টবেঙ্গল ফ্যানদের। কারণ, চোট আঘাত সমস্যা লাল-হলুদের নিত্যসঙ্গী। আর চোটের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে ফুটবলাররা দল পান না। উইলফ্রিড কাপতউমের কোনও চোট আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে ইস্টবেঙ্গল কর্তাদের। 

আরও একটা ব্যাপার দেখার, তা হল তালাল কে কি পরের মরসুমের জন্য ভাবছে ইস্টবেঙ্গল? কারণ, তালালকে ইতিমধ্যেই তারকার মর্যাদা দিয়েছেন ফ্যানরা। উইলফ্রিড কাপতউমের সঙ্গে যদি পরের মরসুমেও চুক্তি করে ইস্টবেঙ্গল তবে তালালের বিকল্প খুঁজে নিয়েছেন তাঁরা এমনটাই ধরে নিতে হবে। তবে যদি শুধু বাকি মরসুমের জন্য়ই উইলফ্রিড কাপতউমকে সই করানো হয় তবে তালাল পরের মরসুমে ফিট হয়ে ফিরবেন বলে আশা করতেই পারেন সমর্থকরা। 

Advertisement

POST A COMMENT
Advertisement