East Bengal vs Chennaiyin FC: চেন্নাই ম্যাচেও নেই আনোয়ার, দলে ফিরছেন ইস্টবেঙ্গলের ২ তারকা

শনিবার চেন্নাইয়েন এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে জেতা ছাড়া আর কোনও উপায় নেই ইস্টবেঙ্গলের (East Bengal)। এই ম্যাচ হেরে গেলে বা ড্র করলে প্লে অফে (ISL Playoff) যাওয়ার আর কোনও আশাই থাকবে না লাল-হলুদের। তবে সেই ম্যাচে নেই আনোয়ার আলি (Anwar Ali)। সংশয় রয়েছে ব্রাজিলিয়ান ফুটবলার রিচার্ড সেলিসকে (Richard Celis) নিয়েও। 

Advertisement
চেন্নাই ম্যাচেও নেই আনোয়ার, দলে ফিরছেন ইস্টবেঙ্গলের ২ তারকাইস্টবেঙ্গল দল

শনিবার চেন্নাইয়েন এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে জেতা ছাড়া আর কোনও উপায় নেই ইস্টবেঙ্গলের (East Bengal)। এই ম্যাচ হেরে গেলে বা ড্র করলে প্লে অফে (ISL Playoff) যাওয়ার আর কোনও আশাই থাকবে না লাল-হলুদের। তবে সেই ম্যাচে নেই আনোয়ার আলি (Anwar Ali)। সংশয় রয়েছে ব্রাজিলিয়ান ফুটবলার রিচার্ড সেলিসকে (Richard Celis) নিয়েও। 

সল ক্রেসপো ফিরতে পারেন 
বৃহস্পতিবার অনুশীলনে অনুপস্থিত রইলেন আরেক বিদেশি ফুটবলার ক্লেইটন সিলভা (Cleiton Silva)। তবে সমর্থকদের জন্য খুশির খবর হল, ম্যাচের আগে মূল দলের সঙ্গেই পুরোদমে অনুশীলন করলেন সল ক্রেসপো (Saul Crespo)। তাঁকে পুরোপুরি ফিট মনে না হলেও, এই মরণবাচন ম্যাচে সলকে রেখেই দল সাজাতে চাইছেন কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। 

ইস্টবেঙ্গল দলে বদল আসতে পারে
চেন্নাইয়েন এফসি এছাড়া প্রথম একাদশে আরও বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। রাইট ব্যাকে মহম্মদ রাকিপ অথবা প্রভাত লাকড়ার সম্ভবত শুরু করবেন। বাকি ডিফেন্স লাইন একই থাকার কথা। এছাড়া মাঝমাঠে কার্ড সমস্যা মিটিয়ে সম্ভবত ফিরছেন জিকসন সিং (Jeakson Singh)। তাঁকে সঙ্গ দেবেন সউল ক্রেসপো। এছাড়া সেলিস যদি একান্তই খেলতে না পারেন, সেক্ষেত্রে বাম- প্রান্ত থেকে নন্দকুমারের খেলার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচে ডেভিড বাইরে বসতে পারেন। সেক্ষেত্রে সামনে গোল করার দায়িত্ব থাকবে দিমিত্রিয়াস ডিমান্টাকোসের (Dimitrios Diamantakos) উপরে।

মেসি বাউলি আসলেন কলকাতায়
অন্যদিকে শুক্রবার দুপুরে কলকাতায় পৌঁছেই সম্ভবত ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেবেন লাল-হলুদের নতুন বিদেশি মেসি বউলি (Messi Bauli)। তাঁর কলকাতায় আসা এবং সেলিসকে সুস্থ হতে অতিরিক্ত সময় দেওয়ার জন্যই বিকেলে দল অনুশীলন করবে। মেসিকে চেন্নাইয়ন ম্যাচে কিছুক্ষণ ব্যবহারও করতে পারেন ইস্টবেঙ্গল কোচ অস্কার। পাশাপাশি শোনা যাচ্ছে হিজাজি মাহেরের জায়গায় এক নতুন বিদেশি ডিফেন্ডারকে সম্ভবত সই করিয়েছে ইস্টবেঙ্গল। ক্লাবের তরফ থেকে শীঘ্রই তাঁর নামটা জানিয়ে দেওয়া হবে।
 

POST A COMMENT
Advertisement