রবিবার কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ডায়মন্ডহারবার এফসি-র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। ম্যাচটা দু'পক্ষের কাছেই 'মরাবাঁচার' লড়াই। কারণ তিন ম্যাচের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে পয়েন্ট নষ্টের ভুল করলে তার ক্ষমা পাওয়া কার্যত অসম্ভব। এই ম্যাচে কোনও টিকিট রাখছে না আইএফএ। বিনামূল্যে দেখতে পারবেন সমর্থকরা।
ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ জিতেছে ৩ গোলে, ডায়মন্ডহারবারের জয়ের ব্যবধান ৪। তবে লাল-হলুদ কোচের চিন্তা কিশোরভারতীর মাঠ নিয়ে। শনিবার বলছিলেন, 'ওই মাঠে আমরা সাম্প্রতিক সময়ে খেলিনি। জানি না কেমন আচরণ করবে। তবে আমরা তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই নামছি। আশা করছি ওরা সেরা দলই নামাবে।' ডুরান্ড কাপ সেমিফাইনালে ইস্টবেঙ্গল হারে ডায়মন্ডহারবারের কাছে। সেই জয়ের নায়ক জবি জাস্টিনের উপর রবিবার ভরসা রাখছে ডায়মন্ডহারবার। শনিবার বিকালে বিধাননগরে তাদের লিগ দলের প্র্যাকটিসে উপস্থিত ছিলেন সিনিয়র দলের হেডস্যর কিবু ভিকুনা। তিনিও বলে গেলেন, তিন পয়েন্ট অন্য কোনও ভাবনা নেই তাঁর দলেরও।
অন্যদিকে দুই তারকা সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Banerjee) ও জেসিন টিকে (Jesin TK) এই ম্যাচে ফিরছেন। তবে গোড়ালির চোটের জন্য দলে নেই সৌভিক চক্রবর্তী। ডায়মন্ড হারবারের বিরদ্ধে ম্যাচ কঠিন হবে সেটা সকলেই জানেন। তবে এবারের ম্যাচ বদলার। যদিও এই ম্যাচ বদলার হিসেবে দেখতে নারাজ ইস্টবেঙ্গল।
ডুরান্ড কাপের সেমিফাইনালে এই ডায়মন্ড হারবারের বিরুদ্ধেই হারতে হয়েছিল ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে। ইস্টবেঙ্গল রিজার্ভ দলের কোচ বিনো এই ম্যাচকে একেবারেই বদলার হিসেবে দেখছেন না। তবে দলে দুই ফুটবলার ফিরে আসায় বেশ খুশি বিনো। তিনি বলেন, 'আমাদের দলে দুই ফুটবলার সায়ন আর জেসিন ফিরছে। এটা বদলার কিছু নয়। সিনিয়র দলও মাঝেমধ্যে ফেল করে। আমরা জেতার জন্য চেষ্টা করব। এই দুই ফুটবলার ফিরে আসায়, দল আরও শক্তশালি হয়েছে। এটা আমাদের কাছে দারুণ খবর।'
পাশাপাশি রবিবারের ম্যাচ নিয়ে সতর্ক ইস্টবেঙ্গল। বিনো বলেন, 'ইস্টবেঙ্গল বা মোহনবাগানের বিরুদ্ধে যে কোনও দলই বাড়তি উদ্যোম নিয়ে নামে। আমারা হারলে ওরা আরও উজ্জীবিত হবে। সেই কারণে আমাদের সতর্ক থাকতে হবে।' এবারের কলকাতা লিগে খেলতে দেখা গিয়েছিল মাতন্ড রায়নার মতো সিনিয়র দলের ফুটবলারদের। তবে সিনিয়র দল থেকে কোনও ফুটবলারকে এই ম্যাচে দেখা যাবে না। বিনো বলেন, 'সিনিয়র দলের এখন ছুটি চলছে। ফলে সেখান থেকে কোনও ফুটবলার এই দলে আসছে না।'