ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামছে ডায়মন্ডহারবার এফসি। দলের ছয় ফুটবলারের হলুদ কার্ড চিন্তায় রাখবে লাল-হলুদকে। চমকের আশায় অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব। দ্রুত গোল তুলে নিতে চাইবে ইস্টবেঙ্গল।
হেরে গেল ইস্টবেঙ্গল
আবারও কিবু ভিকুনা অপরাজিত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। গোটা মাঠ জুড়ে খেলার পুরস্কার পেলেন জবি জাস্টিন। গোল করলেন। পাশাপাশি দারুণ গোলকিপিং মিরশাদের। দুই প্রাক্তন ফুটবলারের জন্যই বিদায় নিতে হল ইস্টবেঙ্গলকে।
শেষ মুহূর্তে গোল জবির
জবি জাস্টিনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে ডায়মন্ডহারবার এফসি। গোল করলেও সেলিব্রেট করলেন না জবি।
পর পর গোল
কোর্তাজার দুরন্ত গোলার পরেই দূর ঠেকে শট করে সমতা ফেরালেন আনোয়ার আলি। মতাচের ফল ১-১।
বারে লাগল মহেশের শট
প্রথমার্ধের শেষদিকে মহেশের শট বারে লেগে ফিরে এল। গোল পেল না ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ০-০।
২ মিনিট ইনজুরি টাইম
প্রথমার্ধে ২ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল
গোল মিস
আবার বিপিনের দারুণ ক্রস থেকে হেড দিলেও গোল করতে পারলেন না ডিমানটাকোস।
সুযোগ নষ্ট মিগেলের
বাঁ পায়ের শট বাইরে চলে গেল। প্রথম গোলটা পেতেই পারতেন ব্রাজিলিয়ান ফুটবলার। তবে তা হল না শটটা ঠিক মতো মারতে না পারায়। মতাচের ফল এখনও ০-০।
গোলের সুযোগ নষ্ট
পলের দূর ঠেকে মারা শট কোনওমতে সেভ করলেন গিল। ম্যাচের ফল এখনও ০-০।
শুরু হয়ে গেল ম্যাচ
শুরু থেকেই আক্রমণে ওঠার চেষ্টায় লাল-হলুদ।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারেননি কিবু
মোহনবাগানের কোচ থাকাকালীন কোনওদিন ইস্টবেঙ্গলের হারেননি কিবু ভিকুনা। সেই রেকর্ড কি এবার অক্ষুন্ন থাকবে?
দুই দলে কারা?
ইস্টবেঙ্গল দলে কারা- গিল, লালচুংনুঙ্গা, আনোয়ার আলি, কেভিন সিবিলে, মহম্মদ রাকিপ, সল ক্রেসপো, এডমুন্ড লালরেন্ডিকা, নাওরেম মহেশ সিং, মিগুয়েল ফিগুয়েরা, বিপিন সিং, দিমিত্রায়াস ডিমানটাকোস।
ডায়মন্ডহারবার এফসি- মিরশাদ মিচু (জিকে), জবি জাস্টিন (ক্যাপ্টেন), কোর্তাজার, লিয়ানসাঙ্গা, পল রাম্ফাংজাউভা, রবিলাল মান্ডি, সাইরুয়াতকিমা, অজিত কুমার, স্যামুয়েল লাললুয়ামপুইয়া, হলিচরন, ম্যাজসেন