গোয়ার (FC Goa) বিরুদ্ধে ম্যাচ খেলতে যাওয়ার আগে প্রথম একাদশ গড়তে রীতিমতো হিমশিম খাচ্ছেন ইস্টবেঙ্গল (East Bengal) হেড কোচ অস্কার ব্রুজো। বৃহস্পতিবার দলের অনুশীলনে ছিলেন না আনোয়ার আলি (Anwar Ali)। অনুশীলন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়েন তারকা ডিফেন্ডার হেক্টর ইউন্তে (Hector Yuste)। গাড়িতে ওঠার সময় তিনি গোয়া ম্যাচ খেলার ব্যাপারে আশ্বস্ত করলেও, সূত্র মারফত জানা যাচ্ছে তাঁকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে না।
গোয়া ম্যাচে ইস্টবেঙ্গল দলে কারা?
চোট এবং কার্ডের কারণে প্রথম একাদশের একাধিক ফুটবলারকে গোয়া ম্যাচে পাচ্ছেন না অস্কার। কার্যত বাধ্য হয়েই একাধিক পরিবর্তন আনতে পারেন তিনি। রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন নন্দাকুমার। দলের দুই ডিফেন্ডার হতে পারেন লালচুংনুঙ্গা এবং হিজাজি মাহের। লেফট ব্যাকে খেলবেন নিশুকুমার। মাঝমাঠে শুরু করার সম্ভাবনা নাওরেম মহেশ সিং এবং জিকসন সিং-এর। দুই উইংয়ে সম্ভবত খেলবেন নবাগত বিদেশি রিচার্ড সেলিস এবং পিভি বিষ্ণু। আক্রমণে থাকবেন দিমানতাকোস এবং ডেভিড।
অনুশীলনে এলেন সেলিস
আগের দিন অনুশীলনে অনুপস্থিত থাকলেও বৃহস্পতিবার চুটিয়ে অনুশীলন করেন নবাগত বিদেশি রিচার্ড সেলিস। তবে অনুশীলনে তাঁকে স্লথ মনে হয়েছে। পরিবেশের সঙ্গে তাঁর মানিয়ে নিতেও কিছুটা হয়তো সময় লাগছে। এদিন মাঠ ছাড়ার সময় সেলিস জানিয়ে গেলেন, 'সতীর্থদের সঙ্গে পরিচিত হয়েছি। এখানে এসে ভাল লাগছে। মাঠে ফুটবল খেলার সময় সতীর্থদের সঙ্গে সংযোগ স্থাপন এমনিই হয়ে যায়। সেখানে ভাষার সমস্যার কারণে কোনওরকম অসুবিধা হয় না।'
পিঠের ব্যথা সমস্যা করছে ক্লেইটনের
অন্যদিকে অনুশীলনের মাঝপথে মাঠ ছাড়ার সময় ক্লেইটন জানিয়ে গেলেন, 'পিঠের পুরানো ব্যথাটা মাঝে মাঝেই চাগার দিচ্ছে। তখন কিছুটা অসুবিধা হচ্ছে। তবে আমি আশাবাদী রবিবারে গোয়ার বিরুদ্ধে খেলতে পারব।' এদিকে শুক্রবার সকালে গোয়ার উদ্দেশ্যে উড়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। সেখানেই দু'দিন অনুশীলন করে, বাবিবার এফসি গোয়ার মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড।