শুক্রবার ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। তার আগে প্রথম এগারোয় কাদের রাখবেন তা নিয়েই বেশ সমস্যায় কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। চোট সমস্যায় জেরবার লাল-হলুদ। তবে আশা জাগাচ্ছেন একমাত্র রিচার্ড সেলিস (Richard Celis) । তাঁর হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে লাল-হলুদ। ভেনেজুয়েলার এই ফুটবলারকে গোয়া (FC Goa) ম্যাচে প্রথমবার নেমে দারুণ ছন্দে দেখা গিয়েছিল। গোল করার মতো পরিস্থিতিও বেশ কয়েকবার তৈরি করে ফেলেছিলেন। তবে কাজের কাজ হয়নি।
রক্ষণ নিয়ে সমস্যায় ইস্টবেঙ্গল
বৃহস্পতিবার ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানালেন, আনোয়ার আলির (Anwar Ali) অনুশীলনে যোগ দিতে এখনও ১৫ দিন। তারপর কবে পুরো ফিট হয়ে খেলতে পারবেন, তা এখনই বলা যাবে না। দলের সেরা ডিফেন্ডার না থাকার জন্য প্রতিদিনই রক্ষণে রদবদল করতে হচ্ছে। গোয়া ম্যাচে নন্দকুমার খেলেছিলেন রাইটব্যাকে। তিনি আবার সেই ম্যাচে কার্ড দেখায় এই ম্যাচে নেই। ফলে সমস্যা আরও বেড়েছে। কেরলের বিরুদ্ধে এই পজিশনে সম্ভবত জিকসন সিং খেলবেন। হেক্টর ইউস্তে ফিট হলেও, এখনও পুরো ম্যাচ খেলার জায়গায়। কার্ড সমস্যা কাটিয়ে কেরল ম্যাচ ফিরছেন সৌভিক চক্রবর্তী। নাওরেম মহেশ সিং সম্ভবত আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলবেন। দুই উইংয়ে পিভি বিষ্ণু এবং রিচার্ড সেলিস। ডেভিড আসতে পারেন পরিবর্ত হিসাবে।
সুপার সিক্সের অঙ্ক এখনও বেঁচে, বলছেন অস্কার
সুপার সিক্সের অঙ্ক বাঁচিয়ে রাখতে হলে ইস্টবেঙ্গলকে এখন পরপর জিততে হবে। যা বর্তমান পরিস্থিতিতে খুব কঠিন। কেরল ম্যাচের আগে অঙ্কার বলছেন, 'শেষ তিনটি ম্যাচের ফলে আমি একদম খুশি নই। আমরা যদি ছোট ছোট বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে আমাদের হারতে হত না। আমি একটা করে ম্যাচ নিয়ে এখন ভাবছি। ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করছি। কেরল অবশ্যই খুব ভাল দল। তবে আমাদের নিজেদের সব উজাড় করে দিতে হবে। আমাদের দলের তিন নিয়মিত ডিফেন্ডার চোটের জন্য নেই। একজন পুরো ফিট নয়। রক্ষণ সাজানো কতটা কঠিন, তা ভালই বুঝতে পারছি।'