একের পর ম্যাচে হার। তার উপর আবার রাইটব্যাক নিয়ে সমস্যা। মহম্মদ রাকিপ ও প্রভাত লাকড়া চোটের জন্য কেরালা ব্লাস্টার্স (East Bengal vs Kerala Blasters) ম্যাচেও নেই। ফলে সমস্যা কাটছে না ইস্টবেঙ্গলের (East Bengal)। গত ম্যাচে রাইটব্যাক খেলা নন্দাকুমার (Nandhakumar) চারটে হলুদ কার্ড দেখে ফেলায় কেরালা ম্যাচে খেলেতে পারবেন না। ফলে এই ম্যাচে রাইটব্যাক কে হবেন তা নিয়ে জল্পনা চলছে। অনুশীলনে দেখা গেল, রাইটব্যাকে খেলানো হচ্ছে, জিকসন সিংকে (Jeakson Singh)।
বুধবারের অনুশীলনে পুরোপুরি- ভাবেই দলের আক্রমণের দিকে নজর দিয়েছেন কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। গত ম্যাচে লাল-হলুদ জার্সি গায়ে অভিষেক ম্যাচেই নজর কেড়েছিলেন নবাগত বিদেশি রিচার্ড সেলিস (Richard Celis) । এদিন তাঁকে আক্রমণে রেখেই অনুশীলন চলল ইস্টবেঙ্গলের। এদিনের অনুশীলনে রাইট ব্যাকের জায়গায় জিকসন সিংকে খেলিয়ে দেখে নিলেন লাল-হলুদ হেড কোচ। কেরালা ম্যাচে ফিরছেন বাঙালি মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) । ফলে তাঁকে মাঝমাঠে জুড়ে দিয়ে কিছুটা হলেও দলের শক্তি বাড়ানোর দিকেই নজর দিচ্ছেন কোচ।
দল ভুগছে চোট সমস্যায়। যেই কারণে বেশ কয়েকটা ম্যাচেই ফর্মেশন এবং দলের বেশ কিছু ফুটবলারের জায়গা বদল করে খেলাতে হয়েছে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজোকে। তবে আশার খবর, বুধবার বল পায়ে অনুশীলন করেছেন হেক্টর ইউস্তে। যা কিছুটা হলেও স্বস্তি দেবে লাল-হলুদ জনতাকে। এছাড়া প্রতিদিনের মতই সকল ফুটবলাররা অনুশীলনে এলেও, এদিনও অনুপস্থিত ছিলেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলি। অপরদিকে বুধবারও সাইডলাইনে রিহ্যাব সারতে দেখা গেল সউল ক্রেসপোকে। ফলে কেরালা ম্যাচেও পাওয়া যাবে না সউল ও আনোয়ারকে।
পরপর ম্যাচ হেরে আইএসএলের প্রথম ছয়ের আশা প্রায় শেষ ইস্টবেঙ্গলের। আগামী শুক্রবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে দিমানতাকোস, জিকসন সিংরা। তার আগে বুধবার পুরোদমে কেরালা বধের প্রস্তুতি সেরে ফেলল ইস্টবেঙ্গল দল।