East Bengal vs Mohammedan SC: একসঙ্গে দু'জনের চোট, মিনি ডার্বিতেও সমস্যায় ইস্টবেঙ্গল

এবারের আইএসএল-এ ইস্টবেঙ্গল যে প্লে অফে আর উঠতে পারবে না তা মোটামুটি নিশ্চিত। ফলে বাকি ম্যাচগুলোতে সম্মান রক্ষার লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল। রবিবার লাল-হলুদের ম্যাচ মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে। তবে সেই ম্যাচের আগেও অস্কার ব্রুজোর সমস্যা দল নিয়ে। 

Advertisement
একসঙ্গে দু'জনের চোট, মিনি ডার্বিতেও সমস্যায় ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল দল

এবারের আইএসএল-এ ইস্টবেঙ্গল যে প্লে অফে আর উঠতে পারবে না তা মোটামুটি নিশ্চিত। ফলে বাকি ম্যাচগুলোতে সম্মান রক্ষার লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল। রবিবার লাল-হলুদের ম্যাচ মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে। তবে সেই ম্যাচের আগেও অস্কার ব্রুজোর সমস্যা দল নিয়ে। 

প্রতিপক্ষ মহমেডানের অবস্থায় তথৈবচ। তবে এই ম্যাচের আগেও ইস্টবেঙ্গলের সেই চোট কাঁটা। বুধবার অনুশীলনে চোট পেয়েছিলেন রিচার্ড সেলিস। বৃহস্পতিবার অনুশীলনে এলেন বটে, তবে পুরো সময় বসে রইলেন ড্রেসিংরুমের পাশের বারান্দায়। রিচার্ড সেলিসের মহমেডান ম্যাচে খেলতে পারার সম্ভাবনা প্রায় নেই। এমআরআইয়ের প্রাথমিক রিপোর্ট অনুয়ায়ী পরের পঞ্জাব ম্যাচেও অনিশ্চিত তিনি। 

ইস্টবেঙ্গলের চিন্তা আরও বাড়িয়ে চোটের তালিকায় নাম লেখালেন জিকসন সিংও। বড় ম্যাচে আনোয়ারের সঙ্গে জিকসনকে স্টপার খেলানোর ভাবনা ছিল অস্কারের। সেই ভাবনাও ধাক্কা খেল। জিকসনের কুঁচকির চোট। তিনি নিজে বলে গেলেন, 'এখনও বুঝতে পারছি না। চিকিৎসকরা দেখছেন বিষয়টা।' সূত্রের খবর তাঁর গ্রেড ওয়ান চোট। মহমেডানের বিরুদ্ধে নামলে চোট বাড়বে। তাই ডার্বিতে তিনিও অনিশ্চিত। 

গত ম্যাচের পর থেকে হেক্টর ইয়ুস্তে দলের সঙ্গে একদিনও অনুশীলন করেননি। এদিনও পুরো সময় দৌড়ে কাটালেন। আর তাই, মহমেডান ম্যাচে ইস্টবেঙ্গল ডিফেন্সে কে খেলবেন বড়সড় চিন্তা তৈরি হল। হেক্টরের পারফরমেন্স নিয়ে অসন্তোষ। চোটও রয়েছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিকে ডার্বিতে হেক্টরকে নামানোর চেষ্টা হবে। এদিন তাঁর সঙ্গে কথা বলেন অস্কার। তবে তিনি না পারলে, আনোয়ারের সঙ্গে স্টপারে জুটি বাঁধতে পারেন প্রভাত লাকরা। আক্রমণে দিমিত্রিমস-রাফায়েল মেসি জুটি। দুই উইংয়ে বিষ্ণু এবং ডেভিড। সল ক্রেসপো ডার্বিতে সম্ভবত রিজার্ভ বেঞ্চে থাকবেন। সব মিলিয়ে সমস্যা থেকে কিছুতেই বের হতে পারছে না ইস্টবেঙ্গল। চোট, কার্ড সমস্যার সঙ্গে স্ট্রাইকারদের গোল খরার জেরেই এবারে প্লে অফে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে অস্কার ব্রুজোর দলের। সে কারণেই মহমেডান ম্যাচের আগেও চাপেই থাকতে হচ্ছে লাল-হলুদকে।

Advertisement

POST A COMMENT
Advertisement