পরপর ম্যাচ, ক্লান্ত ইস্টবেঙ্গল দল (East Bengal)। আইএসএল-এর (ISL) আশা শেষ হয়ে যাওয়ার পর, এবার নর্থইস্ট ইউনাইটেডের (North East United FC) বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলতে নামবে। আর সেই কারণেই বৃহস্পতিবারই শিলং (Shillong) পৌঁছে গেলেন ইস্টবেঙ্গলের ৬ জন ফুটবলার। বাকিরা যাবেন শুক্রবার। তবে সবচেয়ে বড় চমক হল, এই ম্যাচে লাল-হলুদের ডাগ আউটে বসছেন না অস্কার ব্রুজো (Oscar Bruzon)। তাঁর জায়গায় থাকবেন বিনো জর্জ (Bino George)।
কেন নর্থইস্ট ম্যাচে থাকবেন না অস্কার?
এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে প্রথম লেগে হার। সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলেছে ইস্টবেঙ্গল। দ্বিতীয় লেগের আগে তুর্কমেনিস্তানের ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে শনিবার সকালে কলকাতা থেকে দুবাই হয়ে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ রওনা হচ্ছে ইস্টবেঙ্গল। যে শহরে খেলা হবে সেই আর্কাদাগের দূরত্ব রাজধানী থেকে ৩০ কিলোমিটার। শনিবারই সেখানে পৌঁছে যাবে লাল-হলুদ। ফলে নর্থইস্ট ম্যাচে মূল দলকে পাবে না তারা। এই ম্যাচের গুরুত্ব বুঝেই তুর্কমেনিস্তানে আগে পৌঁছাতে চেয়েছেন অস্কার। সেই কারণেই তিনি আইএসএল-এর শেষ ম্যাচে থাকছেন না অস্কার।
রিজার্ভ দল খেলবে নর্থইস্ট ম্যাচ
রিজার্ভ দলের ফুটবলারদের সঙ্গে এই ম্যাচে খেলবেন সিনিয়র দলের দেবজিৎ মজুমদার, পিভি বিষ্ণু, নিশু কুমার, ডেভিডের মতো সিনিয়র দলের ফুটবলাররা। একমাত্র বিদেশি হিসেবে শিলং যাচ্ছেন ক্লেইটন সিলভা। এই ম্যাচে কোচিং করাবেন বিনো জর্জ। শিলঙের ম্যাচের পর কয়েকজন ফুটবলার সরাসরি তুর্কমেনিস্তান উড়ে যাবেন।
আসলে আর্কাদাগ ম্যাচের আগে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না লাল-হলুদ। এমনিতেই চোট-আঘাত সমস্যায় গোটা মরসুম ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এর পর আরও কোনও গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট লাগলে সমস্যা আরও বাড়বে। সেই কারণেই সতর্ক থাকতে চাইছে লাল-হলুদ। পরপর ম্যাচ থাকায়, এফএসডিএল-এর কাছে সূচি বদলের আব্রেদন জানানো হলেও, তাতে কাজ হয়নি। সেই কারণে ক্ষোভও প্রকাশ করেছে লাল-হলুদ।