East Bengal vs Punjab FC: পঞ্জাব ম্যাচে নেই ইস্টবেঙ্গলের এই তারকা, সমস্যা আরও বাড়ল লাল-হলুদের

পঞ্জাব এফসি ম্যাচ খেলতে শুক্রবার দিল্লি উড়ে যাওয়ার আগে কিছুটা স্বস্তিতে ইস্টবেঙ্গল শিবির। বৃহস্পতিবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন বিদেশি ডিফেন্ডার হেক্টর ইউস্তে এবং জিকসন সিং। দলের হেড কোচ অস্কার ব্রুজো জানেন যে অঙ্কের বিচারেও প্রথম ছয় শেষ করার ক্ষীণ আশা জিইয়ে রাখতে হলে পঞ্জাব ম্যাচ তাদের জিততেই হবে। 

Advertisement
পঞ্জাব ম্যাচে নেই ইস্টবেঙ্গলের এই তারকা, সমস্যা আরও বাড়ল লাল-হলুদের ইস্টবেঙ্গল

পঞ্জাব এফসি ম্যাচ খেলতে শুক্রবার দিল্লি উড়ে যাওয়ার আগে কিছুটা স্বস্তিতে ইস্টবেঙ্গল শিবির। বৃহস্পতিবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন বিদেশি ডিফেন্ডার হেক্টর ইউস্তে এবং জিকসন সিং। দলের হেড কোচ অস্কার ব্রুজো জানেন যে অঙ্কের বিচারেও প্রথম ছয় শেষ করার ক্ষীণ আশা জিইয়ে রাখতে হলে পঞ্জাব ম্যাচ তাদের জিততেই হবে। 

সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, 'অঙ্কের বিচারে আমাদের কাছে এখনও প্রথম ছয়ে শেষ করার সুযোগ রয়েছে বলেই আমি মনে করি। আমাদের সেটা মাথায় রেখেই মাঠে নামতে হবে। তবে পঞ্জাব ম্যাচ হারলে আমাদের কাছে আর কোনও সুযোগ নেই।' মরসুমের শুরুটা ভালো না হলেও, শেষটা যে তিনি ভালো করতে চান তা আরও একবার মনে করিয়ে দিলেন অস্কার। তিনি বলেন, 'এই মরসুমটা আমাদের জন্য ভালো না হলেও আমরা চাইছি শেষটা ভালোভাবে করতে। ফলে এই চারটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। পরপর দুটো ম্যাচ জিতলে আমাদের জয়ের হ্যাটট্রিক হবে।'

পাশাপাশি এদিনও সাইড লাইনের ধারেই রিহ্যাব করতে দেখা গেল রিচার্ড সেলিস এবং নন্দকুমারকে। এই ব্যাপারে প্রশ্ন করা হলে অস্কার বলেন, 'পঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেক প্লেয়ার চোট কাটিয়ে ফিরছে। তার মধ্যে সউল, জিকসনরা রয়েছে। তবে সেলিস এই ম্যাচে অনিশ্চিত।' ফলে গোল কে করবেন তা নিয়ে চিন্তা থাকছেই। কারণ, দিমিত্রিয়াস ডিমানটাকোস অনেক চেষ্টা করেও, হাত পা ছোড়া ছাড়া কিছুই করতে পারছেন না। গোল আসছে তাঁর পা থেকে। এমন অবস্থায় সেলিস অন্যতম ভরসা হতে পারতেন। তবে তিনি না থাকায় সমস্যা বাড়বে।

ইস্টবেঙ্গল এখনও ১১ নম্বরেই রয়েছে। ২০ ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র ২১। আরও চারটে ম্যাচ বাকি রয়েছে অস্কারের দলের। ১২ পয়েন্ট পেতে পারে লাল-হলুদ। সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৩৩। বেঙ্গালুরু ইতিমধ্যেই ৩১ পয়েন্ট পেয়ে গিয়েছে। অর্থাৎ সুনীল ছেত্রীরা আর ২ পয়েন্ট পেলেই ইস্টবেঙ্গলের সব আশা শেষ হয়ে যাবে।  

Advertisement

POST A COMMENT
Advertisement