সন্দীপ নন্দী ও কোচ অস্কার ব্রুজোর মধ্যে ঝামেলা কিছুতেই যেন শেষ হচ্ছে না। ইস্টবেঙ্গলের (East Bengal) গোলকিপার কোচ পদত্যাগ করার পরেই শহরে ফিরেছেন। এরপরই তিনি অস্কার ব্রুজোকে একহাত নিয়েছেন। সোমবারই রাতে সন্দীপ নন্দীর সঙ্গে আলোচনার ভিত্তিতে সম্পর্ক ছেদ করা হয়েছে বলে জানায় ইস্টবেঙ্গল ক্লাব।
সামনেই সুপার কাপ। আইএফএ শিল্ড হাতছাড়া হওয়ার পর, এই টুর্নামেন্টকে পাখির চোখ করতে চাইছে ইস্টবেঙ্গল। তবে তার মধ্যেই এই বিতর্ক অস্বস্তিতে ফেলছে দলকে। মঙ্গলবার সেই বিষয়েই মুখ খুললেন ইমামি কর্তা আদিত্য আগারওয়াল। এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই ব্যাপারে নিজের মতামত ও দলের অবস্থান স্পষ্ট করেন তিনি।
একাধিক অভিযোগ করেছেন সন্দীপ নন্দী। তিনি দাবি করেছিলেন যে, প্রথম থেকেই ভালো কাজের পরিবেশ পাননি তিনি, এই বিষয়ে আদিত্য আগরওয়ালের সহজ উত্তর, 'সন্দীপ আমাদের আগে একথা জানাননি কেন? আগে তার সঙ্গে আমরা কত কথা বলেছি। তিনি সেই সময় তো কিছু জানাননি। এখন বলছেন।'
অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল এখন গোয়ায় সুপার কাপের প্রস্তুতিতে ব্যস্ত। ২৫ অক্টোবর প্রথম ম্যাচে ডেম্পো এফসির বিরুদ্ধে নামবে লাল হলুদ ব্রিগেড। এ বছর ইস্টবেঙ্গলে অনেক পরিবর্তন দেখা গেছে। দল অনেক বেশি পরিণত। যা নিয়ে আদিত্য আগরওয়াল জানিয়েছেন, 'আপনারা নিজেরাই আমাদের দল দেখছেন। কেমন লাগছে? আমরা এভাবেই চুপ চাপ কাজ চালিয়ে যেতে চাই। কথায় নয়, কাজে করে দেখাতে চাই। ইস্টবেঙ্গল ক্লাবের উন্নতি করতে চাই। ফুটবলের জন্য আরও ভালো কাজ করার ইচ্ছে আছে। এখন এটাই আমাদের লক্ষ্য। কাউকে নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নই।'
এদিকে সোমবার গোয়ায় পৌঁছে মঙ্গলবার থেকেই সুপার কাপের প্রস্তুতিতে নেমে পড়লো অস্কার বাহিনী। সন্দীপ নন্দীর ঘটনা ভুলে দলের ফোকাস ঠিক রাখাই মূল লক্ষ্য হবে অস্কারের সামনে। সমর্থকদের মধ্যেও এই ভয়টি কাজ করছে, সবকিছুর মধ্যে দলের ফোকাস ঠিক থাকবে তো?