scorecardresearch
 

FIFA World Cup 2022 Portugal vs Uruguay Live Streaming: মাঝরাতে হাই ভোল্টেজ পর্তুগাল vs উরুগুয়ে; কখন, কোথায় দেখবেন LIVE টেলিকাস্ট

ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022) আজ মাঝরাতে মুখোমুখি হতে চলেছে পর্তুগাল ও উরুগুয়ে। (Portugal vs Uruguay)। সোমবার উরুগুয়েকে পরাজিত করলে পর্তুগাল বিশ্বকাপের পরবর্তী পর্বে খেলার আগেই যোগ্যতা অর্জন করতে পারবে।

Advertisement
বিশ্বকাপে আজ পর্তুগাল vs উরুগুয়ে বিশ্বকাপে আজ পর্তুগাল vs উরুগুয়ে
হাইলাইটস
  • ম্যাচটি কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে
  • ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ১২টায়

ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022) আজ মাঝরাতে মুখোমুখি হতে চলেছে পর্তুগাল ও উরুগুয়ে। (Portugal vs Uruguay)। সোমবার উরুগুয়েকে পরাজিত করলে পর্তুগাল বিশ্বকাপের পরবর্তী পর্বে খেলার আগেই যোগ্যতা অর্জন করতে পারবে। অতীতে উরুগুয়ের দু'বার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে থেকে ফিরে গিয়েছিল। ২০১৮ সালে আবার শেষ যোলো থেকে বিদায় নিয়েছিল রোনাল্ডোরা।

নিজেদের গত ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করে নজর কেড়ে নিয়েছিলেন। এনিয়ে পাঁচটি বিশ্বকাপে গোল করে রেকর্ড করলেন সিআর সেভেন। তবে, খুব ভাল ছন্দে নেই পর্তুগাল দল। কয়েকটি বিষয়ে তাদের উন্নতি করতে হবে। অন্যদিকে, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে উরুগুয়ে জালে বল ঢোকাতে পারে। তাই আজকের ম্যাচে তাদের কিছু করতেই হবে টুর্নামেন্টে টিকে থাকতে গেলে।

ফুটবল বিশ্বকাপের সব খবর এখানে দেখুন


Portugal vs Uruguay Live Streaming: 

পর্তুগাল বনাম উরুগুয়ে ফিফা বিশ্বকাপের ম্যাচটি কবে খেলা হবে?

পর্তুগাল বনাম উরুগুয়ের মধ্যে ম্যাচটি ২৯ নভেম্বর মঙ্গলবার (সোমবার মধ্যরাত) অনুষ্ঠিত হবে।

পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ কোথায় খেলা হবে?

পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচটি কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ কখন শুরু হবে?

পর্তুগাল বনাম উরুগুয়ের মধ্যে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ১২টায়।

কোন টিভি চ্যানেল পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ সম্প্রচার করবে?

পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ ভারতে স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

কীভাবে পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখব?

পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ JioCinema অ্যাপে লাইভ স্ট্রিম করা হবে।

Advertisement

সম্ভাব্য একাদশ: 

পর্তুগাল: কস্তা, ক্যানসেলো, ডালট, ডায়াস, গুয়েরেইরো, বার্নার্ডো সিলভা, নেভেস, কারভালহো, ফার্নান্দেস, রোনালদো, ফেলিক্স

উরুগুয়ে: রোচেট, ক্যাসেরেস, গডিন, গিমেনেজ, অলিভেরা, ভালভার্দে, বেন্টানকুর, ভেকিনো, পেলিস্ট্রি, সুয়ারেজ, নুনেজ

 

ফুটবল বিশ্বকাপের সব খবর এখানে দেখুন

Advertisement