scorecardresearch
 

FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের নিজস্ব রেকর্ড এক ঝলকে

FIFA World Cup 2022: ২০২২ এর বিশ্বফুটবলের মহাযজ্ঞ সদ্য শেষ হয়েছে। ৩৬ বছর পর কাপ ঘরে নিয়ে গিয়েছে মারাদোনার দেশ আর্জেন্টিনা। লিওনেল মেসির হাত ধরে ফের বিশ্বসেরার ট্রফি পেয়েছে লা আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপের শেষে এক ঝলকে দেখে নিই যত রেকর্ড।

Advertisement
কাতার বিশ্বকাপের নিজস্ব রেকর্ড এক ঝলকে কাতার বিশ্বকাপের নিজস্ব রেকর্ড এক ঝলকে
হাইলাইটস
  • কাতার বিশ্বকাপের নিজস্ব রেকর্ড
  • এক ঝলকে দেখে নিন কিছু তথ্য

FIFA World Cup 2022: ২০২২ এর বিশ্বফুটবলের মহাযজ্ঞ সদ্য শেষ হয়েছে। ৩৬ বছর পর কাপ ঘরে নিয়ে গিয়েছে মারাদোনার দেশ আর্জেন্টিনা। লিওনেল মেসির হাত ধরে ফের বিশ্বসেরার ট্রফি পেয়েছে লা আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপের শেষে এক ঝলকে দেখে নিই যত রেকর্ড।

কাতার আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট দেশ যাকে ফিফা বিশ্বকাপ আয়োজনের অধিকার প্রদান করা হয়েছে – আয়তনের দিক থেকে পরবর্তী ক্ষুদ্রতম দেশ সুইজারল্যান্ড, যারা ১৯৫৪ ফিফা বিশ্বকাপের আয়োজক ছিল, তারা কাতারের চেয়ে তিনগুণেরও বেশি বড়। কাতার বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দেশ (প্রথম দেশ ছিল উরুগুয়ে, যারা ১৯৩০ সালে বিশ্বকাপ আয়োজন করেছে) ফিফা বিশ্বকাপের পূর্ববর্তী কোনও আসরে না খেলেই ফিফা বিশ্বকাপ আয়োজনের অধিকার অর্জন করেছে। পূর্বে জাপানকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহ-আয়োজক হিসেবে ২০০২ সালে আয়োজন করার অধিকার প্রদান করা ছিল। যদিও তারা আয়োজন নির্ধারণের আগে পর্যন্ত চূড়ান্ত পর্বের জন্য কখনও উত্তীর্ণ হয়নি। তবে পরবর্তীতে তারা ১৯৯৮ সালে ফিফা বিশ্বকাপে খেলতে নামে।

আয়োজক দেশ- কাতার
সময়-    ২০ নভেম্বর – ১৮ ডিসেম্বর ২০২২
দল    ৩২ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠ    ৮ (৫টি আয়োজক শহরে)

চূড়ান্ত ফল

চ্যাম্পিয়ন -                                              আর্জেন্টিনা (৩য় শিরোপা)
রানার-আপ-                                                       ফ্রান্স
তৃতীয় স্থান-                                                    ক্রোয়েশিয়া
চতুর্থ স্থান -                                                        মরক্কো

Advertisement

পরিসংখ্যান-

ম্যাচ -                                                                  ৬৪
গোল সংখ্যা -                                        ১৭২ (ম্যাচ প্রতি ২.৬৯টি)
দর্শক সংখ্যা-                                   ৩৪,০৪,২৫২ (ম্যাচ প্রতি ৫৩,১৯১ জন)
সর্বাচ্চ গোল-                                   কিলিয়ান এমবাপে (৮টি গোল)
সেরা খেলোয়াড়-                                           লিওনেল মেসি
সেরা যুব খেলোয়াড়-                                    এনজো ফার্নান্ডেজ
সেরা গোলরক্ষক-                                      এমিলিয়ানো মার্তিনেস
ফেয়ার প্লে পুরষ্কার-                                             ইংল্যান্ড
 

 

Advertisement