ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পরের বছরেই ফিফা বিশ্বকাপ। প্রত্যেক বিশ্বকাপেই নতুন কোনও নিয়ম নিয়ে আসে ফিফা। আর এই বিশ্বকাপেও তার ব্যতিক্রম হচ্ছে না। কোভিডের সময় থেকেই চালু হয়েছিল ড্রিঙ্কস ব্রেক। আর এবার সেই ড্রিঙ্কস ব্রেকের সময় নির্ধারণ করে দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, ম্যাচের দুই অর্ধে কোন সময় এই ব্রেক দেওয়া হবে।
করোনা পরবর্তী সময় থেকেই ৯০ মিনিটের ফুটবল ম্যাচে একটা বিরতি ছাড়াও দুই অর্ধে দুটো ড্রিঙ্কস ব্রেক দেওয়া চালু হয়েছিল। এর জন্য নির্দিষ্ট সময় ধার্য ছিল না। রেফারি প্রয়োজন অনুযায়ী সময় দিতেন। আমেরিকা, ক্যানাডা ও মেক্সিকোয় যখন বিশ্বকাপ চলবে, তখন কমপক্ষে ৩২ ডিগ্রি সেলসিয়াস গরম থাকবে। এর উপর বেশ কিছু স্টেডিয়াম থাকছে ছাদ ঢাকা। এতে গরম বাড়বে।
তাই ফিফা ঠিক করেছে, ড্রিঙ্কস ব্রেক দেওয়া হবে প্রতি অর্ধের ২২ মিনিটে খেলা থামিয়ে। ড্রিঙ্কসের জন্য ফুটবলাররা সময় পাবেন ৩ মিনিট করে। যা ম্যাচের ইনজুরি সময়ের সঙ্গে যুক্ত হবে। অনেকে মনে করছেন, ড্রিঙ্কস ব্রেকের পিছনে রয়েছে আর্থিক কারণও। ক্রিকেটের মতো ফুটবলে ব্রেক দিয়ে টিভি সম্প্রচারে বিজ্ঞাপন দেখানো সম্ভব হয় না। এ বার ড্রিঙ্কস ব্রেকে বেশি সময় পাবে স্পনসররা। ফলে ব্যবসায়িক লাভও বাড়বে।
শুক্রবার ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে জানা গিয়েছে, কোন দল কোন গ্রুপে থাকবে। এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপ এখান থেকে ২৪টি দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে। ৮ গ্রুপ থেকে তৃতীয় সেরা ৮টি দল নিয়ে মোট ৩২ দল খেলবে দ্বিতীয় রাউন্ড। ৪৮টি দেশ অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে, ফলে অনেক দেশেরই প্রথমবার ফুটবল বিশ্বকাপের স্বাদ পাওয়া নিশ্চিত হলো। ব্রাজিল যেখানে আগের সব ২২টি বিশ্বকাপেই খেলেছে, সেখানে ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে ১৩২টি দল কোনোদিনই বিশ্বকাপের মঞ্চে উঠতে পারেনি।
খেলা হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। প্রথমবার একসঙ্গে তিন দেশের যৌথ আয়োজনে এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। তিন দেশই উন্নত পরিকাঠামো, আধুনিক স্টেডিয়াম ও বিশাল দর্শককাশন নিয়ে প্রস্তুত।