AFC Women Champions League: প্রতিপক্ষ নাসাফ, কোন অঙ্কে কোয়ার্টার ফাইনালে যেতে পারে ইস্টবেঙ্গল?

রবিবার দুপুরে উহানের হানকৌ কালচার অ্যান্ড স্পোর্টস সেন্টারে ২০২৫-২৬ এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ 'বি'-র অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের পিএফসি নাসাফের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি। আর এই ম্যাচে ফের ইতিহাস গড়ার হাতছানি লাল-হলুদের মেয়েদের সামনে।

Advertisement
প্রতিপক্ষ নাসাফ, কোন অঙ্কে কোয়ার্টার ফাইনালে যেতে পারে ইস্টবেঙ্গল?ইস্টবেঙ্গল (ছবি সৌজন্যে- ইস্টবেঙ্গল মিডিয়া)

রবিবার দুপুরে উহানের হানকৌ কালচার অ্যান্ড স্পোর্টস সেন্টারে ২০২৫-২৬ এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ 'বি'-র অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের পিএফসি নাসাফের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি। আর এই ম্যাচে ফের ইতিহাস গড়ার হাতছানি লাল-হলুদের মেয়েদের সামনে।

কীভাবে কোয়ার্টার ফাইনালে যেতে পারে মশাল বাহিনী?
ইতিহাস গড়ার হাতছানি লাল-হলুদ বাহিনীর সামনে। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এই মহাদেশীয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে হলে আইডব্লিউএল চ্যাম্পিয়নদের রবিবারের ম্যাচে অন্তত ড্র অথবা জয় প্রয়োজন। বর্তমানে গ্রুপ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ইরানের বাম খাতুন এফসির সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে (০ বনাম -১) এগিয়ে আছে লাল-হলুদ ব্রিগেড। যদি রবিবার ইস্টবেঙ্গল হেরেও যায়, তবুও সেরা তৃতীয় স্থানাধিকারী দুটি দলের একটি হিসেবে নকআউটে যাওয়ার সুযোগ তাদের সামনে থাকবে। তবে সেক্ষেত্রে তাদের দুটির বেশি গোল হজম করা চলবে না এবং আশা করতে হবে যেন দিনের অন্য ম্যাচে আয়োজক উহান হারিয়ে দেয় বাম খাতুন এফসি-কে।

ভাল ছন্দে আছে ইস্টবেঙ্গল
এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই বাম খাতুন এফসিকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল ইস্টবেঙ্গল। সেই জয়ে গোল করেছিলেন শিল্কি দেবী, অধিনায়ক ফাজিলা ইকওয়াপুত এবং রেস্টি নানজিরা। তবে তিন দিন পরেই বর্তমান চ্যাম্পিয়ন এবং আয়োজক দল উহান জিয়াংদা এফসির কাছে ২-০ গোলে হেরে তাদের জয়ের ধারা কিছুটা থমকে যায়।
এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ বলেছেন, "এই স্তরে প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের খেলোয়াড়দের জন্য অগ্নিপরীক্ষা। আমরা কোনও যদি-কিন্তুর সমীকরণের ওপর নির্ভর করে বসে থাকতে চাই না, বরং নাসাফের বিরুদ্ধে আমাদের সেরাটা দিয়ে ক্লাব এবং দেশের নাম উজ্জ্বল করতে চাই।"

কীভাবে দেখবেন ম্যাচ?
 খেলাটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ১২:৩০ মিনিটে। ভারতে ফ্যানকোড অ্যাপে ম্যাচটি লাইভ দেখা যাবে।

POST A COMMENT
Advertisement