ইস্টবেঙ্গলইস্টবেঙ্গলের সমর্থকদের অনেকেই ক্লাবের সদস্য হতে চান। তবে সঠিক তথ্যের অভাবে সেটা আর হয়ে ওঠে না। আসলে সদস্য় হতে পারলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। বিশেষ করে বিনামূল্যে বা বিশেষ ছাড়ে যে কোনও টিকিট পাওয়ার সুবিধা। শুধু তাই নয় কলকাতা লিগের যে ম্যাচগুলি ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত হয় সেখানে সদস্যদের গ্যালারিতে বসেও ম্যাচ দেখা যায়।
পাশাপাশি ক্লাবের ভাল মন্দ বিষয়ে বার্ষিক সাধারণ সভায় নিজেদের মত প্রকাশ করা যায়। এতে ক্লাবের উন্নতিতে নিজের অবদান রাখতে পারেন সমর্থকরা। আসলে ময়দানের দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁদের সমর্থকদের কাছে মায়ের সমান। অনেক আবেগ জড়িয়ে থাকে একে কেন্দ্র করে। তাই অনেকেই চান ক্লাবের সঙ্গে অঙ্গাআঙ্গি ভাবে জড়িয়ে থাকতে।
তবে অনেকক্ষেত্রেই তাদের কাছে তথ্য থাকে না কীভাবে এই সদস্যপদের জন্য আবেদন করতে হবে। আমরা এই প্রতিবেদনে সে কথাই আপনাদের সামনে তুলে ধরব। যা আপনাকে ভবিষ্যতে সদস্যপদ পেতে সাহায্য করতে পারে।
ইস্টবেঙ্গলের সদস্য হতে গেলে কী কী প্রয়োজন?
অন্তত পাঁচ বছর ধরে ক্লাবের সদস্য রয়েছেন এমন দুজন বর্তমান সদস্যের প্রস্তাব এবং সমর্থন আপনার সঙ্গে অবশ্যই থাকতে হবে।
সদস্য পদে আবেদ্নের জন্য ক্লাব থেকে প্রস্তাবপত্র (Proposal Form) সংগ্রহ করে তা পূরণ করতে হবে।
পাশাপাশি ব্যক্তিগত, শিক্ষাগত এবং পেশাগত বিবরণ সহ একটি বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV) জমা দিতে হবে।
অবশ্যই আপনার বয়স হতে হবে ৩০ থেকে ৭০ বছরের মধ্যে।
পেশাগত দিক থেকেও আপনাকে যে কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত হতে হবে। অবসরপ্রাপ্ত হলে চলবে না। ব্যবসা করলেও চলবে। তবে ব্যবসার কাগজপত্র জমা দিতে হবে। আয়কর রিটার্ন এবং কোম্পানির বিবরণ জমা দিতে হবে।
কত টাকা লাগবে?
নূন্যতম ৬০,০০০ টাকা দিতে হবে সদস্যপদের জন্য। সাধারণ সদস্য হতে গেলে ৬০ হাজার টাকা এবং আজীবন সদস্য পদের জন্য আড়াই লক্ষ টাকা দিতে হবে বলে কিছুদিন আগেই জানিয়েছিল ক্লাব। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্লাবের নিয়মাবলী ও শর্তাবলী সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে, তাই সরাসরি ক্লাবের সঙ্গে যোগাযোগ করাই সবচেয়ে ভালো উপায়।