এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, ডুরান্ড কাপে এবার তিন গুণ বাড়ল পুরস্কারমূল্য। ২৩শে জুলাই কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (YBK) শুরু হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এতে বাংলার চারটি দল অংশগ্রহণ করবে, মোহনবাগান সুপার জায়েন্ট, ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি খেলবে ডায়মন্ড হারবার এফসিও।
কীভাবে দেখা যাবে ডুরান্ড কাপের ম্যাচ?
ডুরান্ড কাপের ম্যাচগুলি সনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে, সনি লিভ অ্যাপে। এই টুর্নামেন্ট পাঁচটি শহরের ৬টি জায়গায় খেলা হবে। কলকাতা (যুবভারতী এবং কিশোর ভারতী স্টেডিয়াম), কোকরাঝাড়, ইম্ফল, শিলং এবং জামশেদপুর। বিজয়ীকে রাষ্ট্রপতি কাপ দেওয়া হবে। পাশাপাশি থাকছে গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভস জয়ী খেলোয়াড়দের এসইউভি গাড়িও দেওয়া হবে।
কত টাকা পুরস্কার পাবে বিজয়ী দল?
ডুরান্ড কাপের পুরস্কারের অর্থ ১.২ কোটি টাকা থেকে তিনগুণ বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে এবং বিজয়ীদের রাষ্ট্রপতি ভবনে নিয়ে গিয়ে মর্যাদাপূর্ণ রাষ্ট্রপতি কাপও প্রদান করা হবে। টুর্নামেন্টে মোট ২৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে, যার মধ্যে রয়েছে ছয়টি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ক্লাব মোহনবাগান সুপার জায়েন্ট, ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড, পঞ্জাব এফসি, জামশেদপুর এফসি এবং মহমেডান স্পোর্টিং।
এবার টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করবে
এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিদেশী দলও ত্রিভুবন আর্মি এফসি (নেপাল) এবং মালয়েশিয়ান আর্মড ফোর্সেস দল থাকবে। ডায়মন্ডহারবার এফসি, মালয়েশিয়া আর্মি, আইটিবিপি, সাউথ ইউনাইটেড এফসি, ওয়ান লাদাখ এবং নামধারী এফসির মতো দলগুলোএবার ডুরান্ড কাপে প্রথমবার খেলতে যাচ্ছে। দলগুলোকে ছয়টি গ্রুপে ভাগ করা হবে, যার মধ্যে প্রতিটি গ্রুপের শীর্ষস্থানীয় এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বে যাবে।
আসলে ডুরান্ড কাপের আগে এখনও প্রস্তুত নয় আইএসএল-এর বেশ কয়েকটি ক্লাব। একটা সময় এর জেরে সমস্যায় পড়তে হয়েছিল ডুরান্ড কমিটিকে। তবে এরপরই বেশকিছু অন্য দলকে ডুরান্ড খেলার জায়গা করে দেওয়া হয়।