East Bengal: ফ্রিতে দেখা যাবে সুপার কাপের ইস্টবেঙ্গল vs ডেম্পো ম্যাচ, রইল লিঙ্ক

সুপার কাপে অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। ডেম্পোর বিরুদ্ধে এই ম্যাচে জিতে আইএফএ শিল্ডের ফাইনালে হারের ব্যর্থতা ভুলতে চাইবে লাল-হলুদ। ব্যাম্বোলিমে অনুষ্ঠিত এই ম্যাচ সম্প্রচার নিয়ে অনেক সমস্যা ছিল। তবে সেই সমস্যা কেটে গিয়েছে টুর্নামেন্ট শুরু হওয়ার এক দিন আগেই। এআইএফএফ তাঁদের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছে কীভাবে সাধারণ দর্শকরা দেখতে পাবেন এই ম্যাচ।

Advertisement
ফ্রিতে দেখা যাবে সুপার কাপের ইস্টবেঙ্গল vs ডেম্পো ম্যাচ, রইল লিঙ্কইস্টবেঙ্গল

সুপার কাপে অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। ডেম্পোর বিরুদ্ধে এই ম্যাচে জিতে আইএফএ শিল্ডের ফাইনালে হারের ব্যর্থতা ভুলতে চাইবে লাল-হলুদ। ব্যাম্বোলিমে অনুষ্ঠিত এই ম্যাচ সম্প্রচার নিয়ে অনেক সমস্যা ছিল। তবে সেই সমস্যা কেটে গিয়েছে টুর্নামেন্ট শুরু হওয়ার এক দিন আগেই। এআইএফএফ তাঁদের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছে কীভাবে সাধারণ দর্শকরা দেখতে পাবেন এই ম্যাচ।

ফ্রিতে দেখা যাবে ইস্টবেঙ্গলের ম্যাচ
ব্যাম্বোলিমের ম্যাচ সম্প্রচার করা যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল জিও হটস্টার। সে কারণেই শুরু হয় সমস্যা। ইস্টবেঙ্গল ক্লাব থেকে শুরু করে সমর্থকরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এর মধ্যেই ফেডারেশন জানিয়ে দেয়, তাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতে দেখা যাবে এই ম্যাচ। শুধু ইস্টবেঙ্গল নয়, ব্যাম্বোলিমে অনুষ্ঠিত সব ম্যাচই দেখা যাবে এই চ্যানেলে। রইল সেই চ্যানেলের লিঙ্ক।

ডেম্পোকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না অস্কার। গোয়ার দলের কোচ সমীর নায়েকের সঙ্গে পুরনো সম্পর্কের খাতিরে নিয়মিত যোগাযোগ আছে বলে জানান অস্কার। অন্যদিকে সৌভিকও বলেন, 'আমরা সেরাটা দেব। নতুন প্লেয়াররা যথেষ্ট অভিজ্ঞ। বিভিন্ন দেশে খেলে এসেছে। ফলে সমস্যা হবে না।' আইএফএ শিল্ডের ফাইনালের টাইব্রেকারে প্রভসুখন গিলকে তুলে দেবজিৎ মজুমদারকে নামানো হয়েছিল। সেই নিয়ে যত বিতর্কের সূত্রপাত। সুপার কাপের প্রথম ম্যাচে দেবজিৎ খেলতে পারবেন না। সেটাও জানিয়ে দিলেন অস্কার। তিনি বলেন, 'ভেবেছিলাম, ডেম্পোর বিরুদ্ধে দেবজিতকে খেলাব। কিন্তু এদিন অনুশীলনে ও চোট পেয়েছে। তাই কাল কাকে খেলাব, সেটা কালকেই সিদ্ধান্ত নেব।'

ডেম্পোকে যদিও হাল্কাভাবে নিতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। অস্কার জানালেন, 'সুপার কাপ জিতলে এএফসি’র টুর্নামেন্টে সরাসরি খেলা যায়। আমরা প্রমাণ করতে চাই, ভারতের সেরা ক্লাবগুলোর মধ্যে ইস্টবেঙ্গল অন্যতম। সুপার কাপে কোনও ম্যাচ হালকাভাবে নেওয়া যাবে না। গত মরসুমে আমরা খুব ভালো পারফর্ম করতে পারিনি। এবছর সমর্থকদের জন্য ভালো কিছু করতে চাই। ফুটবলাররা তৈরি আছে। চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত।'   

Advertisement

POST A COMMENT
Advertisement