How To Watch East Bengal vs FK Arkadag Match: ইস্টবেঙ্গলের সামনে তুর্কমেনিস্তানের দল, হাই ভোল্টেজ ম্যাচ কীভাবে দেখবেন?

এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) ইস্টবেঙ্গল (East Bengal) খেলবে আর্কাদাগের (FK Arkadag) বিরুদ্ধে। বুধবার যুবভারতীতে হবে এই ম্যাচ। তবে এই ম্যাচ কীভাবে ঘরে বসে দেখা যাবে তা নিয়ে বেশ উদ্বেগে ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কারণ, ওইদিন অফিস থাকায় অনেকেই হয়ত মাঠে উপস্থিত হতে পারবেন না। তা হলে প্রিয় দলের খেলা কীভাবে দেখবেন? ম্যাচের কয়েকঘন্টা আগে তা জানা গেল।

Advertisement
ইস্টবেঙ্গলের সামনে তুর্কমেনিস্তানের দল, হাই ভোল্টেজ ম্যাচ কীভাবে দেখবেন?আর্কাদাগ ও ইস্টবেঙ্গল

এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) ইস্টবেঙ্গল (East Bengal) খেলবে আর্কাদাগের (FK Arkadag) বিরুদ্ধে। বুধবার যুবভারতীতে হবে এই ম্যাচ। তবে এই ম্যাচ কীভাবে ঘরে বসে দেখা যাবে তা নিয়ে বেশ উদ্বেগে ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কারণ, ওইদিন অফিস থাকায় অনেকেই হয়ত মাঠে উপস্থিত হতে পারবেন না। তা হলে প্রিয় দলের খেলা কীভাবে দেখবেন? ম্যাচের কয়েকঘন্টা আগে তা জানা গেল।

কীভাবে দেখবেন ইস্টবেঙ্গল বনাম আর্কাদাগ ম্যাচ? 
ভূটানে প্রথম পর্বের খেলাগুলি দেখতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছিল লাল-হলুদ সমর্থকদের। এবার এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে FANCODE অ্যাপে। ফলে এই ম্যাচ ফ্রিতে দেখা যাবে না। সাবস্ক্রাইব করতে হবে। কারণ এই অ্যাপেই দেখা যাচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। এমনকি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচও দেখা যাচ্ছে এই অ্যাপে।

কত টাকা খরচ হবে?
শুধু এই ম্যাচ দেখতে হলে ২৫ টাকা খরচ করতে হবে। গোটা মাসের সাবক্রিপশন নিতে হলে খরচ হবে ১৯৯ টাকা। আর গোটা বছরের জন্য খরচ ১৪৯৯ টাকা। তবে আপনি শুধুই এই ম্যাচের জন্য পাস নিতে পারেন।

কঠিন লড়াই ইস্টবেঙ্গলের সামনে
আর্কাদাগ  দারুণ দল। তারা এই অ্যাওয়ে ম্যাচ খেলতে পুরো শক্তি নিয়ে মাঠে নামবে। দুই উইং থেকে একের পর এক ক্রস তুলে গেলেন আর্কাদাগ ফুটবলাররা। বড় চেহারা, শক্তিশালী গঠন, গতিশীল ফুটবল। কলকাতার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য শেষ দিন দশেক দুবাইয়ে অনুশীলন করেছে এই ক্লাব। ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবে সব ফুটবলার তুর্কমেনিস্তানের। আক্রমণের অন্যতম ভরসা দিদার দুর্দিয়েভ কার্যত গোল মেশিন। এই ক্লাবের হয়ে ৪৮ ম্যাচে ৪৯টি গোল করেছেন। এই ক্লাবটি শেষ ম্যাচ খেলেছে গত ৯ ডিসেম্বর। স্থানীয় লিগে আলটাইন আসিরকে ৪-০ হারিয়েছিল আর্কাদাগ। যুবভারতীতে এই আলটাইন আসিরের কাছে ২-৩ হেরেছিল ইস্টবেঙ্গল। 

POST A COMMENT
Advertisement