Kolkata Derby: আজ ডুরান্ড কোয়ার্টার ফাইনালে মোহনবাগান vs ইস্টবেঙ্গল, কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?

আজ ডুরান্ড কাপের ডার্বিতে মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল। খাতায় কলমে মরসুমের দ্বিতীয় বড় ম্যাচ হলেও, এ মরসুমে আজই প্রথমবার দুই দল বিদেশি সহ একে অপরের বিরুদ্ধে নামবে। ফলে শুধু ডুরান্ড জয় নয়, মর্যাদার লড়াইয়ের দিক থেকেও এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই টিকিট নিয়ে নানা বিতর্ক।

Advertisement
আজ ডুরান্ড কোয়ার্টার ফাইনালে মোহনবাগান vs ইস্টবেঙ্গল, কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?কলকাতা ডার্বি

আজ ডুরান্ড কাপের ডার্বিতে মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল। খাতায় কলমে মরসুমের দ্বিতীয় বড় ম্যাচ হলেও, এ মরসুমে আজই প্রথমবার দুই দল বিদেশি সহ একে অপরের বিরুদ্ধে নামবে। ফলে শুধু ডুরান্ড জয় নয়, মর্যাদার লড়াইয়ের দিক থেকেও এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই টিকিট নিয়ে নানা বিতর্ক। 

ফলে জমজমাট ডার্বি নিয়ে যে পারদ চড়ছে তা বলাই যায়। টিকিটের যা পরিস্থিতি তাতে অনেকেই হয়ত মাঠে বসে খেলা দেখতে পারবেন না। সেক্ষেত্রে টিভি ও লাইভ স্ট্রিমিংই একমাত্র ভরসা। ফলে কীভাবে দেখবেন এই ম্যাচ? সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ডার্বি। সোনি স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচ। ফলে লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে। জিও-র কানেকশন থাকলে বিনা পয়সায় দেখা যাবে এই ডার্বি। সেক্ষেত্রে জিও টিভি অ্যাপ থাকতে হবে ফোনে। 

মোহনবাগান দলে যেমন এই ম্যাচে বদল আসতে চলেছে, তেমনই বদলে যাবে ইস্টবেঙ্গল দলও। দলে নেই মহম্মদ রশিদ। দেশে ফিরেছেন বাবার শেষকৃত্যে যোগ দিতে। ফলে কিছুটা হলেও দুর্বল হয়েছে দল। মোহনবাগান সুপার জায়েন্টের আক্রমণ ঠেকাতে দক্ষ ডিফেন্সিভ মিডফিল্ডারের খুব দরকার ছিল লাল-হলুদের। এর মধ্যেই আবার মোহনবাগান দলে নেই কিয়ান নাসিরি ও মনবীর সিং। এই দুই তারকা না থাকায় চাপ বাড়বে সবুজ-মেরুনেরও। তবে হোসে মলিনার হাতে বিকল্পের অভাব নেই। 

এদিকে ডার্বির আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন জয় গুপ্তা। বড় অঙ্কের ট্রান্সফার দিয়ে লাল-হলুদ কর্তারা এফসি গোয়া থেকে তাঁকে সই করিয়েছেন। ফলে রশিদের জায়গায় তাঁকে নামানো হবে কিনা সেটা এখনই বলে দেওয়া যাচ্ছে না। ডার্বির মতো চাপের ম্যাচ হলেও, অতীতে বহুবার এমন হয়েছে। অনভ্যস্ত জায়গায় খেলেও অনেক ফুটবলারই দলকে সাফল্যের রাস্তা দেখিয়েছেন। সেই কাজটা এবার জয় গুপ্তা করতে পারেন কিনা সেদিকে সকলের নজর থাকবে।         

Advertisement

POST A COMMENT
Advertisement