East Bengal: AFC কাপে আজ ডেবিউ ইস্টবেঙ্গলের মেয়েদের, কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?

সোমবার এশিয়ার মঞ্চে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের (AFC Women Champions League) প্রাথমিক পর্বের ম্যাচে লাল-হলুদের প্রথম প্রতিপক্ষ কম্বোডিয়ার ক্লাব ফনম পেনহ ক্রাউন এফসি (Phnom Penh Crown FC)। আন্তর্জাতিক মঞ্চে ইস্টবেঙ্গলের মহিলা দলের এটাই প্রথম ম্যাচ। কীভাবে ফ্রিতে দেখবেন এই ম্যাচ?

Advertisement
AFC কাপে আজ ডেবিউ ইস্টবেঙ্গলের মেয়েদের, কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?ইস্টবেঙ্গল

সোমবার এশিয়ার মঞ্চে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের (AFC Women Champions League) প্রাথমিক পর্বের ম্যাচে লাল-হলুদের প্রথম প্রতিপক্ষ কম্বোডিয়ার ক্লাব ফনম পেনহ ক্রাউন এফসি (Phnom Penh Crown FC)। আন্তর্জাতিক মঞ্চে ইস্টবেঙ্গলের মহিলা দলের এটাই প্রথম ম্যাচ। চলতি বছরে ইন্ডিয়ান উইমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে যোগ্যতা অর্জন করেছে তারা। 

কীভাবে সরাসরি দেখবেন ম্যাচ?
বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে এই ম্যাচ। সরাসরি কোনও চ্যানেলে এই খেলা দেখা গেলেও, ভিপিএন ব্যবহার করে এই ম্যাচ সরাসরি দেখতে পারবেন। ফেসবুকে দেখার জন্য আগে ভিপিএন অন করে, বিটিসি নিউজ স্পোর্টস (BTC News Sports Facebook Page) ফেসবুক পেজে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখানো হবে বলে জানানো হয়েছে ইস্টবেঙ্গলের অফিশিয়াল অ্যাকাউন্টে। 

গত কয়েক মরসুমে সর্বভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স মানে শুধুই হতাশা। তবে পুরুষদের ব্যর্থতার মধ্যেও আশার আলো দেখিয়েছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের মহিলা দল। ইতিমধ্যেই কম্বোডিয়ায় পৌঁছে দু'দিনের অনুশীলন সেরে ফেলেছে অ্যাগনি অ্যান্ড্রসের মেয়েরা। এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের কথা মাথায় রেখেই শক্তিশালী দল গঠন করেছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। সৌম্যা গুগুলথ, সুলঞ্জনা রাউল, পাম্বোই চানুদের পাশাপাশি বেশ কিছু বিদেশি ফুটবল রয়েছে অ্যাগনি অ্যান্ড্রসের দলে।

ইন্ডিয়ান উইমেন্স লিগ বিজেতারা গ্রুপ ই-তে ফনম পেনহ ক্রাউন এফসির এবং কিচি এসসির সঙ্গে রয়েছে। প্রথমবারের জন্য আন্তর্জাতিক মঞ্চে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি সঙ্গীতা বাসফোররা। ২০২৪-২৫ মরসুমে ইন্ডিয়ান উইমেন্স লিগে আধিপত্য দেখিয়ে এশিয়ান স্তরে খেলার ছাড়পত্র পেয়েছে ইস্টবেঙ্গল। 

প্রথম ম্যাচে মাঠে নামার আগে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের হেড কোচ আম্বনি আন্ড্রস বলেন, 'এটা ইস্টবেঙ্গলের জন্য এএফসির মঞ্চে ১৮তম পদার্পণ। তবে মহিলা দলের জন্য অভিষেক। আমরা ভারতকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করার জন্য গর্বিত। এই প্রতিযোগিতার জন্য আমরা কম্বোডিয়ায় আসার আগে কল্যাণীতে দু'মাসের প্রাক-মরসুম প্রস্তুতি সেরেছি। আশা করছি আমরা দেশকে গর্বিত করাতে পারবো।'

Advertisement

এই ম্যাচের আগে উচ্ছ্বসিত দলের গোলকিপার পান্থই চানু। তিনি বলেন, 'এটা আমাদের দলের জন্য একটি দুর্দান্ত সুযোগ এবং আমরা পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।' আবিনা ওপোকু, মাওরিন টোভিয়াদের উপরেই নির্ভর করছে লাল-হলুদের ভাগ্য। এদের নিয়ে আশায় বুক বাঁধছেন আপামর ইস্টবেঙ্গল সমর্থকরা। 

POST A COMMENT
Advertisement