আইএফএ শিল্ড ফাইনালে প্রথম একাদশে ইস্টবেঙ্গলের চমক হতে পারে নবাগত বিদেশি ফুটবলার হিরোশি ইবুসুকি। তাঁকে এই ম্যাচের জন্য তৈরি রাখছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। যদিও শুরু থেকেই তাঁকে ব্যবহার করা হবে কিনা তা কোনভাবেই খোলসা করতে নারাজ অস্কার।
হিরোশির কালকের ম্যাচে খেলা নিয়ে প্রশ্ন করা হলে অস্কার বলেন, 'ওর আন্তর্জাতিক ছাড়পত্র এসে গেছে। আমি আগেও বলেছিলাম অস্ট্রেলিয়ার ক্লাবে হিরোশি নয় সপ্তাহ প্রাক মরসুম প্রস্তুতি সেরেছে। গত সেপ্টেম্বর থেকে ও অনুশীলন করেনি। তবে জাপানি ফুটবলাররা অনেক বেশি নিয়মানুবর্তি হয়। তাই ও পুরোপুরি ফিট হয়েই এসেছে। এখন দেখার ও দলের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে।' এদিকে মনে করা হচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে ফাইনালে প্রথম একাদশে আসতে পারেন আনোয়ার আলি, নাওরেম মহেশ সিং এবং এডমুন্ড লালরিম্ভিকা।
কয়েকঘন্টা পরেই আইএফএ শিল্ডের ফাইনালে চির প্রতিদ্বন্দী মোহনবাগান সুপার জায়েন্টের মুখোমুখি হবে তাঁর দল। তবে ফাইনালে নামার আগে অদ্ভুতভাবে শান্ত অস্কার। অনুশীলন শেষ করে গাড়ির কাঁচটা নামিয়ে হাসিমুখে বললেন, বল কী জানতে চাও? তবে অস্কারের কথা শুনে যা মনে হল তাতে বলাই যায়, এই ম্যাচটি নিয়ে আলাদা করে ফুটবলারদের উপরে কোনও বাড়তি চাপ তিনি দিতে চাইছেন না।
তাই প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন করতেই লাল-হলুদ কোচ বললেন, 'ফাইনালের আগে ফুটবলারদের আমি অতিরিক্ত কোনওরকম চাপ দিতে চাইছি না। আমি চাইছি ফুটবলাররা এই ডার্বিটাকে আর পাঁচটা ম্যাচের মতোই ভাবুক। সেই কারণে আজ আমি বেশিক্ষণ অনুশীলনও করাইনি। আর যেটুকু অনুশীলন হয়েছে সেখানেও সকলে মজার ছলে সময় কাটিয়েছে।'
গত বছর মোহনবাগান লিগ ডবল করেছিল। তাই এক কথায় চির প্রতিদ্বন্দ্বীকেই দেশের সেরা দলের আখ্যা দিচ্ছেন লাল-হলুদ কোচ। অস্কার বলেন, 'দেখুন মোহনবাগান দেশের সেরা দল। ওদের দলে প্রত্যেক জায়গায় দু'জন করে ফুটবলার রয়েছে। গত মরসুমে ওরা দুটো ট্রফি জিতেছে। তবে এই বছর আমাদের শক্তিও অনেকটা বেড়েছে। শুরু থেকেই আমরা প্রতিপক্ষ দলগুলিকে ভাল লড়াই দিচ্ছি। এই মরসুমে এখনও পর্যন্ত আমরা সাতটা ম্যাচ খেলেছি এবং তার মধ্যে ছয়টাতেই জিতেছি। একটা ম্যাচ যেটা হেরেছি সেটা দুর্ঘটনা। তবে সেই ম্যাচ থেকেও আমরা অনেক কিছু শিখেছি।'
পাশাপাশি দলের প্রথম একাদশ নিয়েও ধোঁয়াশা রাখলেন অস্কার। এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই মুহূর্তে আমার দলে কোনও প্রথম একাদশ নেই। আমি প্রত্যেককেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছি, কারণ বর্তমানে দল প্রাক-মরশুম প্রস্তুতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেই কারণেই আমি দেখে নিচ্ছি কোন ফর্মেশনে আমরা ভাল খেলি। সাথে ফাইনালে আমি এটাও দেখতে চাই দেশের সেরা ক্লাব মোহনবাগানের কতটা কাছে অথবা দূরে রয়েছি আমরা।'