India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে ড্র, কোন সমীকরণে পরের রাউন্ডে যাবে ভারত?

আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে কাফা নেশনস কাপের প্লে অফে ওঠার অঙ্ক কঠিন করে ফেলল ভারত। সন্দেশ ঝিঙ্গন না থাকায়, কম্বিনেশনে বদল আনতে হয় কোচ খালিদ জামিলকে। আর তার জেরেই কিছুটা ঘেঁটে যায় ভারতীয় দল। গোটা ম্যাচে সেভাবে প্রভাবই ফেলতে পারল না ব্লু টাইগার্সরা। তিন ম্যাচে চার পয়েন্ট পেয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করল ভারত।

Advertisement
আফগানিস্তানের বিরুদ্ধে ড্র, কোন সমীকরণে পরের রাউন্ডে যাবে ভারত?ভারতের ফুটবল দল

আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে কাফা নেশনস কাপের প্লে অফে ওঠার অঙ্ক কঠিন করে ফেলল ভারত। সন্দেশ ঝিঙ্গন না থাকায়, কম্বিনেশনে বদল আনতে হয় কোচ খালিদ জামিলকে। আর তার জেরেই কিছুটা ঘেঁটে যায় ভারতীয় দল। গোটা ম্যাচে সেভাবে প্রভাবই ফেলতে পারল না ব্লু টাইগার্সরা। তিন ম্যাচে চার পয়েন্ট পেয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করল ভারত।

উল্টে এই ম্যাচে আফগানিস্তান বেশ কয়েকটা ভাল সুযোগ তৈরি করেছিল। বারবার গুরপ্রীত সিং সান্ধুকে সেভ করতে হয়। যদিও এই ম্যাচে ভাল খেলেছে ভারতের ডিফেন্স। ৮ সেপ্টেম্বর ভারত তাদের শেষ ম্যাচ খেলবে। এই টুর্নামেন্টে তৃতীয় স্থানে শেষ করতে পারলেও, তা ভারতের জন্য বিরাট সাফল্য হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ কাফা নেশনস কাপের জন্য ৭ জন ভারতীয় দলের প্রথম সারির ফুটবলারকে পাননি খালিদ জামিল। মোহনবাগান সুপার জায়েন্ট তাদের কোনও ফুটবলারকে ছাড়েনি। ফলে সমস্যায় পড়তে হয়েছে দলকে। 

তবে এসব সমস্যা কাটিয়েও ভাল ফুটবল খেলেছে ব্লু টাইগার্সরা। ১০ মিনিটে নাওরেম মহেশ সিং ভাল সুযোগ এনে দিয়েছিলেন ভারতের জন্য। একাই দুই ফুটবলারকে কাটিয়ে গোল করার মতো জায়গায় চলে এসেছিলেন তিনি। শেষ অবধি আনোয়ার আলির শট বাইরে চলে যাওয়ায় গোল হয়নি। ১৩ মিনিটেই পেনাল্টির আবেদন করলেও তা নাকচ করে দেন রেফারি। ভারতের স্ট্রাইকার ইরফানকে বক্সের মধ্যে ফেলে দেওয়ার অভিযোগ করেন ভারতের ফুটবলাররা। তবে তাতে কান দেননি রেফারি।

মূলত বাঁদিক থেকে আক্রমণ উঠে আসছিল। সেখানে উভেশ ও আশিক ক্রুনিয়ান আক্রমণ করলেও, উল্টোদিকে ভালপুইয়া, জিতিন এমএস-এর দিক থেকে আক্রমণ উঠে আসছিল না। এর মধ্যেই ২৪ মিনিটে পানাহি দারুণ সুযোগ এনে দেন আফগানদের। তাঁর ডান পায়ে নেওয়া শট অল্পের জন্য বাইরে চলে যায়। ৩৩ মিনিটে ফের সুযোগ এসেছিল ভারতের সামনে। আশিক ক্রুনিয়ান বল পেয়ে গেলেও, সময়মতো বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দেন আফগান গোলকিপার। 

Advertisement

জিতিন একটা দারুণ সুযোগ এনে দিয়েছিলেন। তবে তাঁর শট বাইরে যাওয়ায়, স্কোর বদল হয়নি। ম্যাচের ৭১ মিনিটে সহজতম সুযোগ পেয়ে যায় আফগানিস্তান। সেই সময়ই বেশ চাপে লাগছিল ভারতের ডিফেন্সকে। সুরেশের ভুলে পেছন থেকে আসা শেরজাদা বল পেয়ে যান তবে তাঁর শট দারুণ দক্ষতায় বাঁচান গুরপ্রীত। তাঁর হাতে বল লেগে ক্রস বারে লেগে বল ফেরে।    

POST A COMMENT
Advertisement