India vs New Zealand CT 2025: নিউজিল্যান্ড ম্যাচে খেলবেন শামি-রোহিত? বড় আপডেট দিলেন রাহুল

রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার (Indian CRicket Team)। এই ম্যাচটা জিততে পারলে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে যেতে পারবে ভারতীয় দল। তবে কিউয়িদের বিরুদ্ধে এই ম্যাচে কি খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma) ও মহম্মদ শামি (Mohammed Shami)। এ নিয়ে বড় আপডেট দিলেন ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul)।

Advertisement
নিউজিল্যান্ড ম্যাচে খেলবেন শামি-রোহিত? বড় আপডেট দিলেন রাহুলমোহাম্মদ শামি এবং রোহিত শর্মা

রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার (Indian CRicket Team)। এই ম্যাচটা জিততে পারলে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে যেতে পারবে ভারতীয় দল। তবে কিউয়িদের বিরুদ্ধে এই ম্যাচে কি খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma) ও মহম্মদ শামি (Mohammed Shami)। এ নিয়ে বড় আপডেট দিলেন ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul)।

পাকিস্তান ম্যাচে চোট পেয়েছিলেন শামি
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন শামি। বেশ কিছুটা সময় তাঁকে মাঠের বাইরে যেতে হলেও, পরে ফিট হয়ে নেমে পড়েন তিনি। দ্বিতীয় স্পেলে দারুণ বল করেন এই তারকা পেসার। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে ভারত। এই ম্যাচ জিততে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যাবে টিম ইন্ডিয়া।

কী বললেন কেএল রাহুল?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের অন্দরে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ছিল। তারমধ্যে অন্যতম হল কিউইদের বিরুদ্ধে কি খেলবেন রোহিত শর্মা ও মহম্মদ শামি? এবার ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা ও মহম্মদ শামির খেলার প্রসঙ্গে প্রশ্ন আসলে সাফ জবাব দিলেন কেএল রাহুল। দিয়ে রাখলেন দলে পরিবর্তনের ইঙ্গিতও।

কেএল রাহুল বলেন, 'আমি যতদূর জানি চোটের জন্য কেউ ম্যাচ খেলবে না, এরকম পরিস্থিতি নয়। কারও ফিটনেস নিয়ে সমস্যা নেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই।' এছাড়াও রাহুল বলেন, 'সেমিফাইনালের আগে পরীক্ষার রাস্তা খোলা থাকছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না সেটা হবে। এটা আমার বক্তব্য, তবে বদল আসতেও পারে। আমি নেতৃস্থানীয় দলের অংশ নই।'

রাহুলের মন্তব্য একদিকে যেমন রোহিত ও শামির চোট নিয়ে স্বস্তির বার্তা দিয়েছে, ঠিক তেমনউ নিউজল্যান্ডের বিরুদ্ধে দলে পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে। এবার দেখার শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement