Indian Football: ফের FIFA-র ব্যানের আশঙ্কা, ISL-এর ভবিষ্যত নিয়ে আজ বৈঠকে FSDL-AIFF

ফের ফিফার ব্যানের মুখে পড়তে হতে পারে ভারতীয় ফুটবলকে। দ্রুত নির্বাচন করতে না পারলে সমস্যায় পড়তে পারে ভারতীয় ফুটবল। এর মধ্যেই এই মরসুমে কোন খাতে বইবে? আদৌ কি জট কাটবে? যদি কাটে, তাহলে তা কোন সমীকরণে? সেই সব ধাঁধার উত্তর কিছুটা হলেও স্পষ্ট হবে সোমবারের পর।

Advertisement
ফের FIFA-র ব্যানের আশঙ্কা, ISL-এর ভবিষ্যত নিয়ে আজ বৈঠকে FSDL-AIFF

ফের ফিফার ব্যানের মুখে পড়তে হতে পারে ভারতীয় ফুটবলকে। দ্রুত নির্বাচন করতে না পারলে সমস্যায় পড়তে পারে ভারতীয় ফুটবল। এর মধ্যেই এই মরসুমে কোন খাতে বইবে? আদৌ কি জট কাটবে? যদি কাটে, তাহলে তা কোন সমীকরণে? সেই সব ধাঁধার উত্তর কিছুটা হলেও স্পষ্ট হবে সোমবারের পর। 

আজ গুরুত্বপূর্ণ বৈঠক
দিন কয়েক আগে সুপ্রিম কোর্ট ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে শুনানিতে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে আলোচনার। আদালত জানিয়েছে, এই এক সপ্তাহের মধ্যে আলোচনা করে ফেডারেশন এবং এফএসডিএল-কে সমস্যা মেটাবার রাস্তা বের করতে হবে। আর আদালতের নির্দেশ মেনেই সোমবার দু'পক্ষের মেগা বৈঠক। বেঙ্গালুরুতে এই বৈঠক হওয়ার কথা। শেষ কয়েক মাস আদালতের নির্দেশেই নতুন চুক্তি নিয়ে এফএসডিএলের সঙ্গে বৈঠকে বসতে পারেনি ফেডারেশন। ফলে, চুক্তি নবীকরণ না হওয়ায় আইএসএল নিয়ে তৈরি হয় বিশাল বড় প্রশ্নচিহ্ন। কিন্তু এখন সমস্যা কি একটা বৈঠকে মেটা সম্ভব? পরিস্থিতি কিন্তু তা বলছে না। 

দ্রুত সমাধান সম্ভব নয়
ফেডারেশন সূত্রের খবর, এফএসডিএলের সঙ্গে নতুন চুক্তির বিষয়টির জন্য বেশ কয়েক ধাপের আলোচনা প্রয়োজন। তার জন্য প্রয়োজন বেশ কিছু সময়। যদিও সেই সময় ব্যয় করলে ভারতীয় ফুটবলে এই জটিলতা কাটবে না। তাই ফেডারেশনের প্রস্তাব, যে-চুক্তি রয়েছে, তা আপাতত ৩১ মে পর্যন্ত বাড়ানো হোক। যাতে আইএসএল এ বছর আয়োজন করতে সমস্যা না হয়। যাতে আপাতত স্বস্তি পায় ক্লাব এবং ফুটবলাররা। এই যুক্তি নিয়েই সোমবারের বৈঠকে বসবেন ফেডারেশন কর্তারা। 

উল্টোদিকে, এফএসডিএল কর্তাদের যুক্তি খুব পরিষ্কার। তাঁদের বক্তব্য, এই স্বল্পমেয়াদি চুক্তিবৃদ্ধিতে কোনও নতুন স্পনসর বা ব্রডকাস্টার আসতে চাইবে না। তারা সবাই দীর্ঘমেয়াদি চুক্তি চাইবে। ক্লাবগুলিরও স্পনসর পেতে সমস্যা হবে। কারণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা জানতে না পারলে, কেউ ক্লাবে বিনিয়োগ করবে না। ফলে, দু'পক্ষ দাঁড়িয়ে দুই মেরুতে। এক জায়গায় কি আসবে? উত্তর খুঁজবে সোমবারের বৈঠক।

Advertisement

ব্যান হতে পারে ভারতীয় ফুটবল
এর মধ্যেই দ্রুত এই সমস্যা থেকে দেশের ফুটবলকে বের করে আনতে না পারলে ফের ব্যান হতে পারে ভারতীয় ফুটবল। এর আগে প্রফুল্ল প্যাটেল সভাপতি থাকাকালীনও এমন ঘটনা ঘটেছিল। এবারেও পরিস্থিতি একই রকম। আদালতের নির্দেশে পরিচালিত হচ্ছে ফেডারেশন। পাশাপাশি সময় মতো নির্বাচনও হচ্ছে না। এমনটা হলে, সমস্যা বাড়বে। 

POST A COMMENT
Advertisement