Indian Football: আরও অন্ধকারে ভারতীয় ফুটবল, মুম্বই থেকে সরল সিটি গ্রুপ

ভারতীয় ফুটবলের জন্য খুব খারাপ খবর। মুম্বই সিটি এফসি থেকে সরে যেতে পারে সিটি গ্রুপ। ভারতীয় ফুটবলের বর্তমান যা টালমাটাল অবস্থা সেই অবস্থার সৌজন্যেই ভারতীয় লিগে দল রাখতে আগ্রহ হারাচ্ছেন সিটি কর্তারা। এই মুহূর্তে আইএসএলে খেলা মুম্বই দলটির ৬৫ শতাংশ শেয়ার রয়েছে সিটি গ্রুপের হাতে। বাকি ৩৫ শতাংশ শেয়ার রয়েছে অভিনেতা রনবীর কাপুর ও বিমল পারেখের হাতে।

Advertisement
আরও অন্ধকারে ভারতীয় ফুটবল, মুম্বই থেকে সরল সিটি গ্রুপমুম্বই সিটি এফসি

ভারতীয় ফুটবলের জন্য খুব খারাপ খবর। মুম্বই সিটি এফসি থেকে সরে যেতে পারে সিটি গ্রুপ। ভারতীয় ফুটবলের বর্তমান যা টালমাটাল অবস্থা সেই অবস্থার সৌজন্যেই ভারতীয় লিগে দল রাখতে আগ্রহ হারাচ্ছেন সিটি কর্তারা। এই মুহূর্তে আইএসএলে খেলা মুম্বই দলটির ৬৫ শতাংশ শেয়ার রয়েছে সিটি গ্রুপের হাতে। বাকি ৩৫ শতাংশ শেয়ার রয়েছে অভিনেতা রনবীর কাপুর ও বিমল পারেখের হাতে। 

২০১৯ সাল থেকে সিটি গ্রুপ ৬৫ শতাংশ শেয়ার নিজেদের হাতে রেখেছে। আইএসএলে অন্যতম সফল মুম্বইয়ের এই দলটি। দুবার আইএসএল কাপ ও লিগ শিল্ড জিতেছে তাঁরা। এখনও পর্যন্ত সরকারিভাবে সিটি গ্রুপ থেকে মুম্বইয়ের দলটির থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানো হয়নি। জানা গিয়েছে, ভারতীয় ফুটবলের বর্তমান দূরাবস্থায় আর মুম্বইয়ের দলটির সঙ্গে আর যুক্ত থাকতে চাইছে না। সিটি সরে দাঁড়ালেও রণবীর সিং ও বিমল পারেখ দল চালাবেন বলে জানা গিয়েছে। মালিকানা পরিবর্তন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছে কর্তারা। ফেডারেশনের কাছেও পৌঁছে গিয়েছে সেই খবর।

ভারতীয় ফুটবলে চরম অন্ধকার
এখনও ভারতীয় ফুটবল নিয়ে আশার আলো দেখা যাচ্ছে না। আর সেটা নিয়েই চিন্তায় সব পক্ষ। শেষ পর্যন্ত ক্লাব জোট এই টুর্নামেন্ট করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। বুধবারই দলগুলির সঙ্গে ফেডারেশনের বৈঠক ছিল। সেখানে কিছুটা হলেও সুরাহা মিলেছে। অচলাবস্থা কাটাতে স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী দুই ক্ষেত্রেই সমাধানের ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বার্তা দিয়েছে ক্লাব ও ফেডারেশন। শুক্রবার পরবর্তী বৈঠক হওয়ার কথা।

মাঠে নেমেই প্রতিবাদ এফসি গোয়ার
 এসিএল টুর ম্যাচে বুধবার মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ম্যাচ ছিল তাজিকিস্তানের এফসি ইস্তিকললের বিরুদ্ধে। রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই মাঠে হাঁটু মুড়ে বসে পড়েন গোয়ার ফুটবলারেরা। যারা ম্যাচ দেখছিলেন তাঁরা কেউই বুঝে উঠতে পারেননি কী করতে চাইছেন মানেলো মার্কেজের ছেলেরা। 

এরপরেই এফসি গোয়ার সোশ্যাল মিডিয়ায় জানানো হয় এর আসল কারণ। গোয়ার তরফে লেখা হয়, 'চ্যাম্পিয়ন্স লিগ টু-এ ইস্তিকলল ম্যাচ শুরুর আগে গোয়ার ফুটবলারেরা কয়েক সেকেন্ডের জন্য খেলায় অংশ নেননি। ভারতীয় ফুটবলে যে অচলাবস্থা চলছে, তা তুলে ধরার জন্যই এই কাজ করা হয়েছে।' এফসি গোয়ার তরফে আরও লেখা হয়েছে, 'ভারতের ঘরোয়া ফুটবলের বাস্তুতন্ত্র যে কঠিন সমস্যার সম্মুখীন তা তুলে ধরতেই এই ভাবে প্রতিবাদ করা হয়েছে। আমাদের প্রতিপক্ষ এফসি ইস্তিকলল, এএফসি বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র, কাউকেই অসম্মান করতে এ রকম কাজ করা হয়নি। আমরা সকলকে শ্রদ্ধা করি। ভারতীয় ফুটবলের প্রতিযোগিতা বা তার অংশীদারদেরও অসম্মান করতে চাইনি। ভাল কিছু করার আশা থেকেই এই আচরণ।'

Advertisement

POST A COMMENT
Advertisement