মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) প্লেয়ার ছাড়েনি। তাদের ছাড়াই এবার ২৩ জনের দল ঘোষণা করে দিল এআইএফএফ (AIFF)। খালিদ জামিলের (Khalid Jamil) কোচিং-এ প্রথমবার খেলতে নামবে ভারতীয় দল (Indian Football Team)। তারুণ্যের দিকে ঝুঁকেছেন খালিদ জামিল (Khalid Jamil), তাই বাদ পড়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তাঁকে শিবিরেও রাখা হয়নি। যার পর প্রশ্ন উঠছে, তা হলে কি শেষ সুনীলের আন্তর্জাতিক কেরিয়ার?
কোন কোন স্ট্রাইকারকে দলে রাখলেন খালিদ?
স্ট্রাইকার হিসেবে মনবীর সিং জুনিয়র , জিতিন এমএস, বিক্রমপ্রতাপ সিং, লালরিনজুয়ালা ছাংতে, ইরফান ইয়াদওয়াদদের দলে রাখা হয়েছে। দল দেখে মনে করা হচ্ছে, খালিদ চাইছেন সুনীল নির্ভরতা কাটিয়ে উঠতে চাইছেন। মোহনবাগান ফুটবলার না ছাড়া নিয়ে জানিয়ে দিয়েছে, ফিফা উইন্ডো ছাড়া, জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়া বাধ্যতামূলক নয়। পাশাপাশি এর আগে সবুজ-মেরুন শিবির অভিযোগ তুলেছিল, জাতীয় শিবিরে ফুটবলাররা বারেবারে চোট পাচ্ছেন। ফলে, ফেরানো হয়েছে গুরপ্রীত সিং সান্ধুকে।
কবে ভারতের ম্যাচ?
কাফা নেশনস কাপে (CAFA Nations Cup) ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে ২৯ আগস্ট। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ তাজিকিস্তান। দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর। সেই ম্যাচটা ভারতীয় দল খেলবে ইরানের বিরুদ্ধে। আর এই টুর্নামেন্টে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ৪ সেপ্টেম্বর।
দেখে নিন কাফা নেশন্স কাপের জন্য ঘোষিত ভারতীয় দল (India football team squad)
গোলকিপার
গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, হৃত্বিক তিওয়ারি
ডিফেন্ডার
রাহুল ভেকে, নওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গান, চিঙ্গেলসানা সিং, ভালপুইয়া রালতে, মহম্মদ উভাস
মিডফিল্ডার
নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াঙ্গজাম, দানিশ ফারুক ভাট, জিকশন সিং, বরিস সিং থাংজাম, আশিক কুরুনিয়ান, উদান্তা সিং, নওরেম মহেশ সিং
ফরওয়ার্ড
ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং (junior), জিতিন এমএস, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিং
কোচ হিসেবে খালিদ জামিল
কোচ হিসেবে ভারতীয় ফুটবলে বড় নাম খালিদ জামিল। মুম্বই এফসিতে খেলতে খেলতেই কোচ হিসেবে কাজ শুরু করেছিলেন খালিদ। এরপর সিনিয়র দলের কোচ হন। এরপর নানা ক্লাবে সাফল্যের সঙ্গেই কোচিং করিয়েছেন খালিদ। ইস্টবেঙ্গল, মোহনবাগানের কোচ হিসেবেও কাজ করেছেন। পাশাপাশি আইজল এফসি-র হয়ে জিতেছেন আই লিগও। ফলে দারুণ কেরিয়ার তাঁর। এবার দেখার ভারতীয় দলের হয়ে কেমন কাজ করেন সেটাই দেখার।