রায়ান উইলিয়ামস ও অবনীত ভারতীভারতীয় ফুটবলে ইতিহাস। ভারতীয় বংশোদ্ভূত দুই তারকা এবার ডাক পেলেন জাতীয় দলের শিবিরে। বেঙ্গালুরু এফসির রায়ান উইলিয়ামস ও অবনীত ভারতী। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলে যোগ দিচ্ছেন দুই ফুটবলার। ভারতীয় দল ঢাকায় ১৮ নভেম্বর এই ম্যাচ খেলতে নামবে। সেই ম্যাচে খেলতে দেখা যেতে পারে এই দুই ফুটবলারকে।
ভারতীয় পাসপোর্ট থাকায় ডিফেন্ডার ভারতীকে দলে নিতে সমস্যা হয়নি খালিদ জামিলের। বর্তমানে তিনি বলিভিয়ান লিগের প্রথম বিভাগের দল অ্যাকাডেমিয়া দেল বালোম্পি বলিভিয়ানো (এবিবি) এর হয়ে খেলেন। পার্থে জন্মগ্রহণকারী উইলিয়ামস, যিনি বেঙ্গালুরু এফসির হয়ে খেলেন, সম্প্রতি তার ভারতীয় পাসপোর্ট পেয়েছেন। ফলে তাঁকেও দলে নিতে সমস্যা হয়নি।
দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে মুখ খুলেছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। বুধবার তিনি বলেন, 'যদি তারা ক্যাম্পে প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে তারা ম্যাচের জন্য ঢাকায় যাবে।' ফলে দুই খেলোয়াড় ২৭ বছর বয়সী ডিফেন্ডার অবনীত ভারতী এবং ৩১ বছর বয়সী উইঙ্গার রায়ান উইলিয়ামস আগামী কয়েক দিনের মধ্যে প্রথমবার ভারতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দেবেন।
মজার বিষয় হল, বুধবার এআইএফএফ যে সম্ভাব্য খেলোয়াড়দের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল, সেখানে এই দুজনের নাম নেই। কল্যাণ এ ব্যাপারে আরও বলেন, 'ব্রাজিলের ভারতীয় দূতাবাস থেকে আমরা ভারতীর কথা জানতে পেরেছি। একজন অত্যন্ত প্রতিভাবান ডিফেন্ডার।' তিনি আরও বলেন, 'উইলিয়ামসের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হয়েছিল। ক্রীড়ামন্ত্রী মানশুক মান্ডব্য এবং তার মন্ত্রণালয়ের এক্ষেত্রে অনেকটাই কৃতিত্ব। তারা অনেক সাহায্য করেছিলেন।'
ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে হেরে, এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা শেষ হয়েছে ভারতের। আগামী ২৭ নভেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে বাছাই পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে ভারত। যদিও এই ম্যাচটি ভারতের কাছে শুধুই নিয়মরক্ষার ম্যাচ। সেই ম্যাচটির জন্য বুধবার ২৩ জন ফুটবলারের সম্ভাব্য দল ঘোষণা করলেন খালিদ জামিল। তবে সেই দলে নেই কোনও মোহনবাগানের ফুটবলার।
দলে কারা জায়গা পেলেন?
গোলরক্ষক:
গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, সাহিল।
ডিফেন্ডার: আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালটে, মুহম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান।
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ন, ব্রাইসন ফার্নান্দেজ, লালরেমটলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: ইরফান ইয়ান ওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মহম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং।