Indian Football Team: বাদ মোহনবাগানের ৬ ফুটবলার, মনবীর-আপুইয়াদের ছাড়াই সিঙ্গাপুরে ভারত

মোহনবাগান সুপার জায়েন্টের ছয় ফুটবলারকে বাদ দিয়েই সিঙ্গাপুর উড়ে গেল ভারতীয় দল। রবিবার ২৩ জনের দল ঘোষণা করার পর, মূল দলে জায়গা পেলেন না সবুজ-মেরুনের ছয় ফুটবলার। তালিকায় আছেন মনভীর সিং, আপুইয়া রালতে, অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী, শুভাশিস বসু বা মেহতাব সিংদের বাদ দিয়ে ঘোষণা হল ভারতীয় দল।

Advertisement
বাদ মোহনবাগানের ৬ ফুটবলার, মনবীর-আপুইয়াদের ছাড়াই সিঙ্গাপুরে ভারত  ভারতীয় দল

মোহনবাগান সুপার জায়েন্টের ছয় ফুটবলারকে বাদ দিয়েই সিঙ্গাপুর উড়ে গেল ভারতীয় দল। রবিবার ২৩ জনের দল ঘোষণা করার পর, মূল দলে জায়গা পেলেন না সবুজ-মেরুনের ছয় ফুটবলার। তালিকায় আছেন মনভীর সিং, আপুইয়া রালতে, অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী, শুভাশিস বসু বা মেহতাব সিংদের বাদ দিয়ে ঘোষণা হল ভারতীয় দল।

কিংস কাপের আগে প্রস্তুতি শিবিরে সাত মোহনবাগান ফুটবলারকে ডেকেছিলেন খালিদ। তবে সেই সময় ডুরান্ড কাপ চলতে থাকায় মোহনবাগান ফুটবলারদের ছাড়তে চায়নি। তারা জানিয়ে দিয়েছিল, ফিফা উইন্ডো না থাকায় এই টুর্নামেন্টের জন্য ফুটবলার ছাড়ার ক্ষেত্রে বাধ্য নয় ক্লাব। তবে সবুজ-মেরুন ফুটবলারদের ছাড়াই দারুণ পারফর্ম করে ভারতীয় দল। সে কারণেই সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচের আগে এই সিদ্ধান্ত ভারতের কোচের?

“ব্লু টাইগার্স”রা ২০ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলন করছে সিঙ্গাপুরের বিপক্ষে দ্বৈরথের প্রস্তুতি হিসেবে। ঘরের মাঠে ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে, রাত ৭টা ৩০ মিনিটে। দলটি সোমবার, ৬ অক্টোবর সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবে এবং সন্ধ্যায় পৌঁছাবে।

বর্তমানে ভারত গ্রুপ ‘সি’-র তলানিতে রয়েছে, দুটি ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে। অন্যদিকে, সিঙ্গাপুর চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। গ্রুপের শীর্ষ দল সরাসরি যোগ্যতা অর্জন করবে ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপে। রওনা হওয়ার আগের দিন জামিল বলেন, 'আমরা একবারে এক ধাপ করে এগোতে চাই। এখনও চারটি ম্যাচ বাকি, আপাতত সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

যদিও সিঙ্গাপুর সফরে ২৩ জন খেলোয়াড় যাচ্ছেন, কোচ জামিল আরও দুইজন—গোলরক্ষক ঋতিক তিওয়ারি এবং ফরোয়ার্ড মহম্মদ সুহেল—কে দেশে রেখে দিয়েছেন রিজার্ভে, ঘরের মাঠের ম্যাচের জন্য। জামিল বলেন, 'আমরা ২৩ জন নিয়ে যাচ্ছি, তবে বাকি খেলোয়াড়দেরও নজরে রাখা হচ্ছে। আপাতত ঋতিক ও সুহাইলকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।'

সিঙ্গাপুর সফরের জন্য ভারতের ২৩ সদস্যের দল:

Advertisement

গোলকিপার: অমরিন্দর সিং, গুরমীত সিং, গুরপ্রীত সিং সান্ধু।

রক্ষণভাগ: আনোয়ার আলি, হমিংথানমাওয়া রালতে, মুহাম্মদ উভাইস, প্রমভীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান।

মিডফিল্ডার: ব্র্যান্ডন ফার্নান্দেস, দানিশ ফারুক ভাট, দীপক তাংড়ি, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সাহাল আবদুল সমাদ, উদন্তা সিং কুমাম।

ফরোয়ার্ড: ফারুখ চৌধুরী, লালিয়ানজুয়ালা ছাঙতে, লিস্টন কোলাসো, রহিম আলি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।
 

POST A COMMENT
Advertisement