Indian Football Team: ব্রুনেইকে ৬ গোল, তবুও মূলপর্বে যেতে পারল না ভারত

সমীকরণ কঠিন ছিল, কিন্তু চেষ্টার অভাব ছিল না এই ভারতীয় দলের (Indian Football Team)। এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বে বাহরিনকে হারিয়ে আর কাতারকে রুখে দেওয়ার পর, গ্রুপের শেষ ম্যাচে ব্রুনেই দারুসালামকে ৬ গোলের মালা পরায় ভারত। কিন্তু এত কিছু সত্ত্বেও মূলপর্বে যোগ্যতা অর্জন করতে পারল না নওসাদ মুসার (Naushad Moosa) ছেলেরা।

Advertisement
ব্রুনেইকে ৬ গোল, তবুও মূলপর্বে যেতে পারল না ভারত ভারতের মহিলা ফুটবল দল

সমীকরণ কঠিন ছিল, কিন্তু চেষ্টার অভাব ছিল না এই ভারতীয় দলের (Indian Football Team)। এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বে বাহরিনকে হারিয়ে আর কাতারকে রুখে দেওয়ার পর, গ্রুপের শেষ ম্যাচে ব্রুনেই দারুসালামকে ৬ গোলের মালা পরায় ভারত। কিন্তু এত কিছু সত্ত্বেও মূলপর্বে যোগ্যতা অর্জন করতে পারল না নওসাদ মুসার (Naushad Moosa) ছেলেরা।

৬ গোল দিল ভারত
মঙ্গলবার দোহায় আক্রমণের ঝড় তুলেছিল ভারত। ব্রুনেইকে বিশাল বড় ব্যবধানে হারাতেই হত তাদের। হ্যাটট্রিক করেন ভিবিন মোহানন। জোড়া গোল করেন মহমাদ আইমেন। বাকি একটি গোল করেন আয়ুষ ছেত্রী। আরও গোল করতে পারত ভারত, কিন্তু সেই সুযোগগুলি কাজে লাগাতে পারেনি তারা।

পরের রাউন্ডে যেতে পারল না ভারত
এদিকে ভারতের আশা কিঞ্চিত বাড়িয়েছিল বাহরিন, যখন তারা কাতারের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু অতিরিক্ত সময়ে দুটি গোল করে জয় তুলে নেয় কাতার। আর এর ফলে স্বপ্নভঙ্গ হয় ব্লু টাইগার্সের। দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে পঞ্চম স্থানে শেষ করে ভারত, শীর্ষ চারটি দ্বিতীয় স্থানাধিকারী দল যোগ্যতা। অর্জন করেছে এশিয়ান কাপের মূলপর্বে।

কোন অঙ্কে পরের রাউন্ডে যেতে পারত ভারত?
ভারতের অনেক অঙ্ক ছিল মূল পর্বে যাওয়ার জন্য। প্রথমত থাইল্যান্ড-মালয়েশিয়া ম্যাচ ড্র হলে ভারতের কাছে সুযোগ ছিল। ৯১ মিনিট পর্যন্ত ১-১ ড্র চলছিল ম্যাচটা! কিন্তু ৯২ মিনিটে থাইল্যান্ড গোল দিয়ে মূলপর্বে চলে গেল! উজবেকিস্তান-প্যালেস্তাইন ম্যাচ ড্র হলেও ভারতের মূলপর্বে যাওয়ার সুযোগ ছিল! শেষ মুহূর্তে উজবেকিস্তান গোল করে জিতে মূলপর্বে চলে গেল। ফলে ভারতের আর কোনও সুযোগ রইল না মূল পর্বে যাওয়ার।

প্রতিপক্ষের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের ফরওয়ার্ডরা একের পর এক আক্রমণ করলেন,  কিন্তু যত বড় জয় প্রত্যাশা করা হচ্ছিল, তত বড় জয় এল না। এক এক করে ৬ বার ব্রুনেই রক্ষণ ভেদ হল। তাতেও আশা পূরণ হল না সমর্থকদের।

Advertisement

POST A COMMENT
Advertisement