ফরাসি তারকা মাদিহ তালালকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। সুপার কাপের আগেই দলও পেয়ে গেলেন তিনি। জামশেদপুর এফসিতে সই করতে চলেছেন তিনি। সুপার কাপের আগে স্বাভাবিক ভাবেই শক্তি বাড়ল জামশেদপুরের। তবে এই স্প্যানিশ মিডফিল্ডার কতটা ফিট তা নিয়ে কিছুটা শঙ্কা থাকছেই। গত বছরেই এসিএল ইনজুরির কারণে তাঁকে বাদ পড়তে হয়েছিল। সেই চোট কাটিয়েি নামতে হবে তাঁকে।
ইস্টবেঙ্গলে গত মরসুমে সই করার আগে পঞ্জাব এফসি-র হয়ে খেলেছেন তালাল। সেবারে আইএসএল-এ সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ড গড়েন তিনি। প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত তাঁকে দলে সই করালেও, চোট পেয়ে বেরিয়ে যেতে হয়। দেখা যায় লিগামেন্ট ছিড়েছে তাঁর। এত গুরুত্বপূর্ণ ফুটবলার চোট পাওয়ায় সমস্যায় পড়তে হয় লাল-হলুদ ক্লাবকে। প্লে মেকারের ভূমিকায় দেখা যায়নি প্রায় কাউকেই। ফলে গোল করার সুযোগ সেভাবে পায়নি দল।
চোট কাটিয়ে নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করলেও ইস্টবেঙ্গল তাঁকে রাখতে চায়নি। অস্কার ব্রুজো ইতিমধ্যেই প্লে মেকার হিসেবে মিগুয়েল ফিগেরাকে ৷ সেই সময় থেকেই মনে করা হিচ্ছিল, তালালকে ছেড়ে দেওয়া হতে পারে। আর সেটাই হল। তালালকে ছেড়েই দিল ইস্টবেঙ্গল। মরসুম শেষ হওয়ার আগে জামশেদপুরে যোগ দিতে চলেছেন তিনি।
ওড়িশা এফসি'র বিরুদ্ধে ম্য়াচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি ৷ এসিএল চোট হওয়ার কারণে বোঝা গিয়েছিল তা দীর্ঘমেয়াদি ৷ পরবর্তীতে চোটের জায়গায় অস্ত্রোপচারের পর তালাল ধীরে-ধীরে রিহ্যাব শুরু করেন ৷ কিন্তু সম্ভবত ম্যাচ ফিট হতে আরও সময় দরকার তাঁর
ইস্টবেঙ্গলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণায় সোশাল মিডিয়ায় আবেগঘন তালাল ৷ তিনি লেখেন, "সাঙ্ঘাতিক একটা চোটের পর তাড়াতাড়ি মাঠে ফিরতে সবটা উজাড় করে দিয়েছিলাম ৷ কিন্তু লাল-হলুদ জার্সিটা পুনরায় গায়ে চাপানো ততটা সহজ হল না যতটা মনে করেছিলাম ৷ কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন, রিহ্যাবের সময় আমার খোঁজ নিয়েছেন সকলকে কৃতজ্ঞতা ৷ ফের মুখোমুখি হওয়ার আগে পর্যন্ত সবকিছুর জন্য ধন্যবাদ ৷"