এবার ইউরোপা চ্যাম্পিয়ন দলের সদস্যকে দেখা যাবে এবার আইএসএল-এ। নর্থ ইস্ট ইউনাইটেডের জার্সিতে খেলতে দেখা যাবে এই তারকাকে। এমনটাই সূত্রের খবর। এর আগে অনেক ইউরোপা খেলা ফুটবলার ভারতে খেলে গেলেও, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের কোনও সদস্যকে এর আগে খেলতে দেখা যায়নি। ফলে ৩১ বছর বয়সী রাইট উইঙ্গার জাইরো সাম্পেরি দলে এলে ইতিহাস গড়তে পারে নর্থইস্ট।
গত মরসুমে ভাল ছন্দে ছিল নর্থইস্ট। প্লে অফে পৌঁছে গিয়েছিল তারা। তবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পরাজিত হতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। পরবর্তীতে সর্বভারতীয় ফুটবল কাপ টুর্নামেন্টে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ফের বাঁধা হয়ে দাঁড়িয়েছিল জামশেদপুর। সেমিফাইনালে ও পরাজিত হতে হয়েছিল তাঁদের কাছে। যার ফলে শুধুমাত্র ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়েই সিজন শেষ করে জন আব্রাহামের দল।
স্পেন ও জার্মানির প্রথম সারির ক্লাবে খেলা এই ফুটবলারকে নিয়ে এসে সেই খরা কাটাতে বদ্ধপরিকর নর্থইস্ট ম্যানেজমেন্ট। স্প্যানিশ ফুটবলার জাইরো সাম্পেরি একটা সময় খেলেছেন মালাগা, রেসিং, সেভিলা, হ্যামবার্গারের হয়ে। সেভিলার হয়েই তিনি জেতেন ইউরোপা লিগ। তবে জাইরোর সাম্প্রতিক ফর্ম যে খুব ভাল তা বলা যাবে না। স্পেনের ক্লাব সেস্তাও রিভারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। চতুর্থ ডিভিশনের এই ফুটবল দলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে কিছুদিন আগেই।
আর সে কারণেই তাঁকে দলে নিতে ঝাঁপাচ্ছে নর্থ ইস্ট। যদিও, কবে সেই চুক্তি হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আইএসএলের এই দল। সেজন্য অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নয়া ফুটবলারদের চূড়ান্ত করার পাশাপাশি দলের বেশকিছু তারকাদের সঙ্গে ও দীর্ঘমেয়াদি চুক্তি সেরেছে ম্যানেজমেন্ট। গত কয়েকদিনে সেই নিয়েই উঠে আসতে শুরু করেছিল একাধিক তথ্য। কিন্তু এসবের মাঝেই এবার এই স্প্যানিশ উইঙ্গারের দিকে নজর পড়েছে নর্থইস্ট ইউনাইটেডের।