IPL 2025: ফিরছেন না KKR-এর ২ তারকা, RCB ম্যাচের আগে বিরাট ধাক্কা

শনিবার থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি। তবে সেই ম্যাচের আগে খেলতে পারবেন না মইন আলি ও রভমান পাওয়েল।

Advertisement
ফিরছেন না KKR-এর ২ তারকা, RCB ম্যাচের আগে বিরাট ধাক্কা(এলআর) কলকাতা নাইট রাইডার্সের কুইন্টন ডি কক, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল এবং অজিঙ্ক রাহানে এই ফ্রেমে

ভারত-পাক (India-Pakistan) যুদ্ধ পরিস্থিতি ঠান্ডা হওয়ায়, ফের চালু হচ্ছে আইপিএল (IPL 2025)। শনিবার থেকে শুরু হতে চলে এই টুর্নামেন্টে প্রথম ম্যাচেই নামছে কেকেআর (Kolkata Knight Riders)। তবে বাকি আইপিএল-এ খেলতে পারবেন না দুই তারকা ক্রিকেটার। মইন আলি (Moen Ali) ও রভমান পাওয়েলকে (Rovman Powell) পাওয়া যাবে না বাকি দুই ম্যাচে। এমনিতেই কেকেআর-এর শেষ চারে যাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।

বৃহস্পতিবারই মইনের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছে ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’। বিকেলের দিকে এ ব্যাপারে সরকারি বিবৃতি দিল কেকেআর। ব্যক্তিগত কারণে আর আইপিএলে খেলতে আসবেন না বলে জানিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার। কেকেআর-এর দেওয়া বিবৃতিতে জানা যায়, ভাইরাল ফিবারে আক্রান্ত মইন। এ ছাড়া রভমান পাওয়েলের চোট আছে। তবে কোথায় কীভাবে সেই চোট লাগল সে ব্যাপারে কোনও তথ্য দেয়নি কলকাতা আইট রাইডার্স। ফলে তাঁকে নিয়েও ধোঁয়াশা রয়েছে। তাই কম মেয়াদের জন্য অন্তত এক জন ক্রিকেটারকে দলে নিতে চাইছে কেকেআর।

ভারত-পাক সংঘাত শুরু হওয়ার পর কেকেআরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সব ক্রিকেটারই চলে গিয়েছিলেন দুবাইয়ে। মেন্টর ডোয়েন ব্র্যাভোও সেখানে ছিলেন। দুবাইয়েই পাওয়েলের চোটের কথা জানা গিয়েছিল। তবে প্রত্যেকেই বেঙ্গালুরুতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই কুইন্টন ডি’কক এবং স্পেন্সার জনসন চলে এসেছেন বেঙ্গালুরু। এসেছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ়ও। বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলন করবে কেকেআর। শনিবার তারা বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে।

লিগ পর্যায়ের ১২টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। বাকি রয়েছে দু’টি ম্যাচ। দেখে নেওয়া যাক কবে কাদের বিরুদ্ধে খেলতে হবে অজিঙ্ক রাহানেদের। কেকেআর আবার মাঠে নামবে ১৭ মে। সে দিন রাহানেদের খেলতে হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেই ম্যাচ সন্ধ্যা ৭.৩০টা থেকে। লিগ পর্বে কেকেআরের শেষ ম্যাচ ২৫ মে। সেই ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচটি হায়দরাবাদের মাঠে নয়, হবে দিল্লিতে। সেটিও শুরু হবে সন্ধ্যা ৭.৩০টা থেকে।

Advertisement

 

 

POST A COMMENT
Advertisement