ISL 2025 Mohammedan Fc Vs East Bengal FC: মান বাঁচানোর ম্যাচে মহমেডানকে দুরমুশ ইস্টবেঙ্গলের, ৩-১ গোলে স্বস্তি লাল-হলুদ শিবিরে

ISL 2025 Mohammedan Fc Vs East Bengal FC: আইএসএলের পয়েন্ট টেবিলে একটা দল ছিল ১১ নম্বরে, আরেকটা ১৩তে। প্রথম ছয়ে থেকে নকআউট পর্বে খেলার সম্ভাবনা কার্যত কারও ছিলই না। উত্তাপহীন ডার্বি জিতে মানসিকভাবে চাঙ্গা খানিকটা চাঙ্গা হল ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে কোচের চওড়া হাসিই বুঝিয়ে দিচ্ছিল এই জয়ের গুরুত্ব কতটা। 

Advertisement
মান বাঁচানোর ম্যাচে মহমেডানকে দুরমুশ ইস্টবেঙ্গলের, ৩-১ গোলে স্বস্তি লাল-হলুদ শিবিরেমান বাঁচানোর ম্যাচে মহমেডানকে দুরমুশ ইস্টবেঙ্গলের, ৩-১ গোলে স্বস্তি লাল-হলুদ শিবিরে

ISL 2025 Mohammedan Fc Vs East Bengal FC: সম্মানের লড়াইয়ে কিছুটা রসদ জোগাড় করে নিল ইস্টবেঙ্গল। এদিনের হার-জিতে দুই দলের কারুরই কোনও লাভ-লোকসান হত না। তবু যে কোনও পরিস্থিতিতে জয় মানে একটা সন্তোষ। লিগ টেবলে যতটা উপরে ওঠা যাবে, লিগ শেষে কিছুটা মানসিক সান্ত্বনা নিয়ে পরের বারের প্রস্তুতি নেওয়া যাবে। সেই সম্মান অর্জনের লড়াইয়ে আর মিনি ডার্বির নিরিখে সাদাকালো বাহিনীকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নিল লাল-হলুদ বাহিনী।

আইএসএলের পয়েন্ট টেবিলে একটা দল ছিল ১১ নম্বরে, আরেকটা ১৩তে। প্রথম ছয়ে থেকে নকআউট পর্বে খেলার সম্ভাবনা কার্যত কারও ছিলই না। উত্তাপহীন ডার্বি জিতে মানসিকভাবে চাঙ্গা খানিকটা চাঙ্গা হল ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে কোচের চওড়া হাসিই বুঝিয়ে দিচ্ছিল এই জয়ের গুরুত্ব কতটা। তবে ম্যাচের ফলাফলে লিগ টেবিলের ছবিটা বদলাল না। ইস্টবেঙ্গল রইল ১১তম স্থানে। মহামেডান এখনও ‘লাস্ট বয়’।

ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করলেন নাওরেম মহেশ সিং এবং সাউল ক্রেসপো। মহমেডানের হয়ে একমাত্র গোলটি করলেন ফ্রাঙ্কা। ৮৮ মিনিটে মহমেডানের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন ডেভিড লালনসাঙ্গা। সবথেকে বড় কথা ইস্টবেঙ্গল এই জয়ের পাশাপাশি লাল-হলুদ ব্রিগেড তিন পয়েন্ট ঘরে আনতে পেরেছে।

এদিন অবশ্য় ইস্টবেঙ্গল শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলেছে। তাঁদের মরিয়া প্রয়াস দেখে মনে হচ্ছিল এই জয় খুব জরুরি। শুরুতেই গোল পেয়ে যাওয়ায় খেলা আরও খুলেছে। যদিও গত কয়েক ম্যাচে আশানুরূপ ফল না হলেও ভালই ফুটবল উপহার দিয়েছে অস্কারের ছেলেরা। এদিনও প্রথম দিকে মহমেডানকে তাদের বক্সে চেপে ধরেছিল লাল-হলুদ বাহিনী। তবে মাঝে মধ্যে ছিটকে এসে কাউন্টার অ্যাটাকে চমকে দিচ্ছিল মহমেডানও। যদিও উজ্জীবিত ফুটবল খেলা ইস্টবেঙ্গলের সামনে যথেষ্ট ছিল না তাদের প্রয়াস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে আরও দুটো গোল করে তারা। মাঝে অবশ্য় একটি গোল শোধ করে একবার ২-১ করে ফেলেছিল ময়দানের অপর বড় ক্লাবটি। তবে শেষের দিকে ফের ব্যবধান বাড়ানোর পর আর সুযোগ ছিল না ম্যাচে ফেরার।

Advertisement

 

POST A COMMENT
Advertisement